বিএনপিকে লেভেল প্লেয়িং ফিল্ড করে দিন!

লিখেছেন লিখেছেন আমানুর মোহাম্মদ ইমরান ১৪ এপ্রিল, ২০১৫, ০৭:৫১:৫৭ সকাল

লেভেল প্লেয়িং ফিল্ড কথাটি বেশ জোরে শোরে শোনা যাচ্ছে বিএনপি নেতাদের মুখে। মানি না মানব না, সরকার পতন না করে ঘরে ফিরব না, অবৈধ সরকার ইত্যাদি ইত্যাদি গলাবাজি করে শেষ পর্যন্ত সেই জল খেলেন তবে ঘোলা করে। পানি পরিস্কার থাকতে গিলতে সমস্যা কি ছিল। ৫ জানুয়ারী আপনাদের ভুলের জন্য কত রক্তপাত হল? ৫ জানুয়ারীর পর যে সব সিটি নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছেঠ তার আগে আপনারা অনেক গলাবাজি করেছেন কারচুপি হবে কারচুপি হবে বলে যখন জয়লাভ করলেন তখন মুখে কলুপ আটলেন। এক মুখে দুই কথা

বিষয়: রাজনীতি

১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File