বাংলাদেশকে মধ্যপ্রাচ্যে নিয়ে যাবার ষড়যন্ত্র

লিখেছেন লিখেছেন আমানুর মোহাম্মদ ইমরান ০১ মার্চ, ২০১৫, ০৮:০৫:১৮ সকাল

আমানুর মোহাম্মাদ ইমরান।।



ধর্মের নামে মানুষ হত্যা ইরাক, সিরিয়া, আফগান, পাকিস্থানে নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে যা ইসলাম ধর্মের ওপর চরম বিতর্কিত আঘাত বলে মনে হয়। ধর্মের নামে প্রতিশোধের নামে নিরীহ মানুষ হত্যা ইসলাম ধর্মের কোথাও আছে বলে আমার জানা নাই।

কাফেরদের হাতে নবী (স) গুরুতর আহত হলে, জীবরাঈল (আ) যখন রাসূল (সা) কে বলেছিলেন, “আপনি অনুমতি দিন আমি তায়েফবাসীদের দুই পাহাড় চাপা দিয়ে মারবো।” তবুও বহুকষ্টে মুচকী হেসে জীবরাঈলকে বলেছিলেন,“সবাই মরে গেলে আমি কার কাছে ইসলামের দাওয়াত পাঠাবো ?” তিনি কখনো সহিংস ছিলেন না।

তাহলে নিজেকে রাসূল(সা) এর অনুসারী দাবী করে একটি মানুষ কিভাবে আরেকজন ভিন্ন মতের মানুষকে হত্যা করতে পারে ? অভিজিত রায় ব্লগে লিখেছেন। যদি তা ইসলামের বিরুদ্ধে হয়,তার প্রতিবাদের আরো দশটি ইসলামপন্থী ব্লগ খোলা যেত। প্রয়োজন হলে কমেন্টে তাকে বোঝানোর চেষ্টা করতে হত। কিন্তু তাকে হত্যা করতে হবে এ ফতোয়া এসব বিপথপন্থীরা কোথায় পায় ? এরা নতুন একটা শব্দ শিখেছে জিহাদ। সেটাকেই বুকে নিয়ে দৌড়াচ্ছে। এক শ্রেণীর ক্ষমতালোভী মানুষেরা জান্নাতের ঠিকাদারীতে নেমেছে যে একজন ব্লগার যে নাস্তিকতায় বিশ্বাস করে তাকে হত্যা করলেই সব গুণাহ মাফ সাফ হবে। পাবে জান্নাতের সুশিতল ছায়া। এদের প্রত্যক্ষ চক্রান্তের ফসল রাজিব থেকে শুরু করে অভিজিত হত্যা।

আজ মধ্যপ্রাচ্যের দিকে তাকালে সেখানে দেখা যায় ধর্মের নামে তথাকথিত আইএস জংঙ্গি গোষ্ঠি নিজেদের খলিফা সৃষ্টি করে ধর্মভীরু মুসলমানদের বিভ্রান্তে ফেলে দিয়েছে। অন্য ধর্মের মানুষের রক্তে তারা হোলি খেলছে। এটা ইসলাম হতে পারে না। আর এই বিশ্বাসকে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল পরোক্ষভাবে মদদ দিয়ে যাচ্ছে।

ইসলাম শান্তি আর ভালবাসার ধর্ম। রক্তের নেশায় যাদের পেয়ে বসেছে তারা ইহুদি নাসারাদের থেকেও অধম।

বাংলাদেশেকে মধ্যপ্রাচ্যের পরিবেশ তৈরীর আকাংখা কিছুতের পুরণ হবে না।

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306621
০১ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৩
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : কাফেরদের হাতে নবী (স) গুরুতর আহত হলে, জীবরাঈল (আ) যখন রাসূল (সা) কে বলেছিলেন, “আপনি অনুমতি দিন আমি তায়েফবাসীদের দুই পাহাড় চাপা দিয়ে মারবো।”

এ কথাটি কোরান, হাদীসের কোথায় লিখা আছে? রেফারেন্স দিন তো?
০১ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৫
248125
আমানুর মোহাম্মদ ইমরান লিখেছেন : আপনার কি জানা নাই তায়েফবাসীরা পাথর মেরে নবী (স)কে আহত করেছিল?
০১ মার্চ ২০১৫ সকাল ১০:০৩
248127
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : বেহুলা লক্ষিন্দর, পবনের নৌকা, আলাদিনের চেরাগ, সিন্দাবাদ দৌত্য........ এমন অনেক কথাই ছোট বেলায় বড়দের মুখে শুনেছি। তো, এটিওকি সেই ধরনের শোনা কথা, নাকি কোরাণ হাদিসে এর অথেন্টিক উদ্বৃতি? মেনগড়া কথা বলে ধর্মের সন্ত্রাস বন্ধ হবে না। সমস্যার মূলে যেতে হবে। কারন যারা অভিজিৎকে হত্যা করেছে তারাও কিন্তু ইসলাম ধর্ম কম বুজে না।

যদিও আপনার লেখার সাথে আমি অধিকাংশই একমত।
306622
০১ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৫
হতভাগা লিখেছেন : যারাই খুন করেছে তাদেরকে চাপাতিসহ মেলাতে ঢুকতে কারা সাহায্য করেছিল ?
০১ মার্চ ২০১৫ সকাল ০৯:০৭
248124
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : কারা সাহায্য করেছিল বিষয়টি দিবালোকের মত সত্য।
ডেনিস কার্টুনিস্ট, চার্লি হেবদো, ডঃ হুমায়ন আজাদ, রাজিব হায়দার, আসিফ মহিউদ্দিন, অভিজিৎ...... এদের কারো সাথে কারো জমিজমা নিয়ে দ্বন্দ ছিল না। ইসলামী শকুন চোখ বন্ধ করে রাখলেই সত্য লুকিয়ে থাকে না।
০১ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৮
248126
হতভাগা লিখেছেন : নারী ঘটিত ব্যাপার স্যাপারও থাকতে পারে যেটা রাজীবের বেলাতেও এসেছিল ।
০১ মার্চ ২০১৫ সকাল ১০:০৯
248128
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : সবাই তো নবী মোহাম্ম না ভাই, যে সব কিছুতেই নারীর গন্ধ!
306693
০১ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৭
অনেক পথ বাকি লিখেছেন : তাহলে নিজেকে রাসূল(সা) এর অনুসারী দাবী করে একটি মানুষ কিভাবে আরেকজন ভিন্ন মতের মানুষকে হত্যা করতে পারে ?

এই কথার সাথে আমি একমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File