মান্নার ছেলে(কানে দুল, গলায় ট্যাটু) পড়াশোনা করে বিদেশে তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২/১টা----
লিখেছেন লিখেছেন আমানুর মোহাম্মদ ইমরান ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:১৯:৫৫ সকাল
মঙ্গলবার দিবাগত রাতে গুলশান থানায় মান্নার স্ত্রী মেহের নিগারের সঙ্গে বাবার খোজেঁ আসেন ছেলে নিলয় মান্না এবং মেয়ে নিলম মান্নাও। প্রগতিশীলতার পরিচয় দিয়ে সুশীল তকমা লাগিয়ে রাজনীতির মাঠে বিচরণ করা মান্নার ছেলে বাবার খোজঁ করতে এসেছেন পাঞ্জাবি গায়ে। ছেলেটির দুই কানে দুই দুল আর গলায় ওয়েস্টার্ন ট্যাটু বলে দেয় পাশ্চাত্যের ছোঁয়াই বেশি তার শরীরে।
আটক না হলে মান্নার মুখ দিয়ে হয়ত শোনা যেত আ:লীগ সবাই নাস্তিক আর ওরা সবাই বক ধার্মিক।
এই হচ্ছে রাজনীতি
বিষয়: বিবিধ
৫৩০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন