বিডিয়ার হত্যাকান্ড ও সেনাবাহিনী

লিখেছেন লিখেছেন সমুদ্রপার ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৪৪:০৪ সকাল

পিলখানার বিডিয়ার হত্যাকান্ডের পর আজ ছয় বছর কেটে গেছে। কিন্তু সুবিচারের দেখা মেলেনি। মিলবেই বা কিভাবে? ক্ষমতাসীন দল খোদ যেখানে জড়িত সেখানে বিচার কে করবে? কিন্তু এই হত্যাকান্ডকে পুজি করে যারা ফায়দা লুটতে চায়, তাদের পরিকল্পনা সফল হবার কোন সম্ভাবনা নেই। বিএনপি জামাত পন্থীরা নাশকতা চালিয়ে, পিলখানা হত্যাকান্ডের নানা প্রতিবেদন অনলাইনে ছড়িয়ে আশা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা কেড়ে নেবে। নানান ভাবে সেনাবাহিনীকে প্ররোচিত করেও কাজের কাজ হয়নি।

তবে কি আমাদের সেনাবাহিনী কাপুরুষ? নিশ্চই না। সেনাবাহিনী একটি সুশৃংখল দল। কারো প্ররোচনায় বা বিএনপি/জামাতের ফায়দা লোটার পুজি হতে তারা এগিয়ে আসবে না।আওয়ামিলীগ অনন্তকাল ক্ষমতায় থাকবে না। এই পৃথীবির কেউই থাকতে পারে নি।সেনাবাহিনী এই হত্যকান্ডের বিচার নিজেরাই করবে , কোন এক সঠিক সময়ে। আপাতত সময়ের হাতেই তারা ছেড়ে দিয়েছে এই বিচারের দায়ভার।

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File