যে ডালে বান্ধি বাসা ভাঙ্গে সেই ডাল। ২০ দলের এমনই কপাল
লিখেছেন লিখেছেন আমানুর মোহাম্মদ ইমরান ১১ মার্চ, ২০১৫, ১২:২৩:৩৮ দুপুর
খালেদা জিয়াকে নরেন্দ্র মোদির টেলিফোন,
আমেরিকার চিঠি,
মান্না-খোকার ফোনালাপ,
জয়-কে অপহরণের চেষ্টা এই বিষয়গুলো একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় সব রসুনের গোড়া ঠিক এক যায়গাতেই।
যতই ষড়যন্ত্র করেন কোন লাভ হবে না। শান্তিপূর্ণ উপায়ে আন্দোলণ করেন দেশের মানুষ স্বাগতম জানাবে। খারাপ পথ অবলম্বন করবেন আস্তাকুড়ে নিক্ষেপ হবেন।
বিষয়: রাজনীতি
১৩৭৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্ষমতাসীনরা এমনভাবে দেশ চালনা করছে, মনে হয় তারা আর কোন দিন ক্ষমতা ছাড়বে না। আজ বিরোধীদলের কর্মীদের ক্রসফায়ারে মারা হচ্ছে, আর বলা হচ্ছে বন্দুকযুদধ। আর হয়তবা বাস্তবেই বন্দুক যু্দ্ধের জন্য দেশ এগিয়ে যাচ্ছে।যা সিরিয়াতে চলছে। কারণ অবিচারে পরিনতি প্রতিহিংসা দিয়েই হয়। বাস্তবতা বুঝার আবেদন রইল। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন