মৃত্যুক্ষন ঘোষণা করো
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১০ এপ্রিল, ২০১৫, ০২:৪৭:৩৮ রাত
মৃত্যু নিশ্চিত করতে মঞ্চ প্রস্তুত আগে থেকেই।
আমন্ত্রিত মৃত্যুদূত আসবেন।
বাইরে তুমুল উত্তেজনা আর ভিতরে বইবে সুনসান নীরবতা।
মৃত্যুক্ষন নির্ধারণে মৃত্যুদাতার অশান্তি ।
দ্বিধার তীর্যক বানে বিদ্ধ।
অথচ মৃত্যু পথযাত্রীর ঘোষণা
“মৃত্যুই জীবনের বড় সফলতা”।
তাহলে আর বিলম্ব কেন ?
এখনই তো মৃত্যুক্ষন ঘোষণা করে মৃত্যু দিয়ে
মৃত্যু পথযাত্রীর গলায় সফলতার মালা পরিয়ে দিতে পারো।
নাকি ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হবে জীবন ভিক্ষা দিয়ে ?
তাহলে তো ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নে নাস্তিকদের দ্বিধান্বিত করবে,
বাড়িয়ে দিবে আস্তিকদের বিশ্বাসের শক্তি।
তাই এখনই মৃত্যুক্ষন নির্ধারণ করে
মৃত্যু দিয়ে মৃত্যু পথযাত্রীর গলায়
সফলতার মালা পরিয়ে দাও।
নাকি ক্রমশ দীর্ঘায়িত মৃত্যু পথযাত্রীদের
মৃত্যু বিলম্ব করে তোমাদের মৃত্যুক্ষন বিলম্ব করছ???
09.04.2015
বিষয়: বিবিধ
৮২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা সময়ের হত ধরে বুঝতে পেরেছি! নাস্তিকদের হয়তো বিশ্বাস হয়না। আল্লাহর বান্দা আমরা আল্লাহকে বিশ্বাস করি।
মন্তব্য করতে লগইন করুন