খুশীর জোয়ার বাংলাদেশে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১১ মার্চ, ২০১৫, ০২:২৮:০৭ রাত
খুশীর জোয়ারে ভাসছে
আজ আমার বাংলাদেশ
বয়ে চলুক খুশীর জোয়ার
হোক না তার শেষ।
-
বীরের বেশে বিশ্বকাপে
খেলছে টাইগার দল
বিশ্বজয়ীরা ন্যাস্তেনাবুদ
হল নাকি তোরা বল?
-
বিজয়ের এই ধারা বন্ধ
হবে না কোন দিন
বিশ্বকাপ ক্রিকেট জয়ের
দেখছি তার চিন।
-
কি আর আছে আমার
কাছে দিবোই বা কি?
অঞ্জলি ভরে ভালবাসা
আগলে রেখেছি।
-
ভালবাসার অঞ্জলিটা
দিলাম তোদের ঢেলে
রাখো তোরা দেশের মান
জিতে বিশ্বকাপ খেলে।
10.03.2015
বিষয়: বিবিধ
৮৫১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাদের সাথে কি বাড়াবাড়ি সাথে ?
পানিতে মারবে , নিবে তারা জান
এসব ভাবতেই ওষ্ঠাগত প্রান
মন্তব্য করতে লগইন করুন