তুষ্ণার্ত প্রেমানুরাগী
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১১ মার্চ, ২০১৫, ০২:৩৬:৪৭ রাত

অজস্র সাহারার তৃষ্ণা বুকে
তুষের অনলের দহন জ্বালায়,
চাতক খোঁজে বারি রাশি
কুসুমিতে প্রেমের মিনার চুড়ায়॥
বসে অথৈ প্রেমসাগর তটে
প্রতীক্ষায় দিচ্ছে চাঁদের পাহারা।
ঝরায়ে নিরন্তর ঝর্ণাধারা
সিঞ্চিত করে দাও তৃষিত সাহারা॥
অর্ঘ্য সম্বল যা কিছু আছে
তোমাতে সপেছি মোর সর্বস্ব।
তোমার প্রেমের রৌশনীতে
ভাস্বর কর পোড়া হৃদয়ের ভষ্ম॥
শাশ্বত প্রেমের মোহাবিষ্টে
দুনিয়ার প্রেম সব বানাও তুচ্ছ ।
প্রভুপ্রেমের জ্যোতির দ্যোতি
ছড়ায়ে সৌরভ সম পুষ্পগুচ্ছ॥
চক্ষু-কর্ণ, হস্ত-পদ-নাসিকা
প্রভুপ্রেমে হোক ব্যাকুল-উচাটন ।
দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ ও স্পর্শ
সীমানা যেন না করে লঙ্ঘন॥
সঞ্জীবনী সুধা অসীম প্রেমের
ঢেলে দাও মোর রক্তকণিকায় ।
নমরুদ যদি জ্বালাতে আসে
ভাসে যেন স্বর্গ অগ্নিকণিকায়॥
যদি বন্ধ প্রাসাদে তৈরী হয়ে
প্রেম নিবেদনে হাকে লাস্যময়ী,
তব প্রেমের স্ফুলিঙ্গ জ্বেলে
ছিন্ন কর চাতুরি ছলনাময়ী॥
প্রেমের অপরাধে কেউ কভু
কেটে ফেলে যদি অঙ্গগুলো,
আহাদ শব্দের সুধা ঢেলে
অবস রেখ ব্যথাকোষগুলো॥
![]()

বিষয়: সাহিত্য
১০৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জযাকাল্লাহুখাইর।
মন্তব্য করতে লগইন করুন