Roseতুষ্ণার্ত প্রেমানুরাগী

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১১ মার্চ, ২০১৫, ০২:৩৬:৪৭ রাত



অজস্র সাহারার তৃষ্ণা বুকে Roseতুষের অনলের দহন জ্বালায়,

চাতক খোঁজে বারি রাশি Roseকুসুমিতে প্রেমের মিনার চুড়ায়॥



বসে অথৈ প্রেমসাগর তটে Roseপ্রতীক্ষায় দিচ্ছে চাঁদের পাহারা।

ঝরায়ে নিরন্তর ঝর্ণাধারা Roseসিঞ্চিত করে দাও তৃষিত সাহারা॥



অর্ঘ্য সম্বল যা কিছু আছে Roseতোমাতে সপেছি মোর সর্বস্ব।

তোমার প্রেমের রৌশনীতেRoseভাস্বর কর পোড়া হৃদয়ের ভষ্ম॥



শাশ্বত প্রেমের মোহাবিষ্টেRose দুনিয়ার প্রেম সব বানাও তুচ্ছ ।

প্রভুপ্রেমের জ্যোতির দ্যোতি Roseছড়ায়ে সৌরভ সম পুষ্পগুচ্ছ॥



চক্ষু-কর্ণ, হস্ত-পদ-নাসিকা Roseপ্রভুপ্রেমে হোক ব্যাকুল-উচাটন ।

দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ ও স্পর্শ Roseসীমানা যেন না করে লঙ্ঘন॥



সঞ্জীবনী সুধা অসীম প্রেমের Roseঢেলে দাও মোর রক্তকণিকায় ।

নমরুদ যদি জ্বালাতে আসে Roseভাসে যেন স্বর্গ অগ্নিকণিকায়॥



যদি বন্ধ প্রাসাদে তৈরী হয়ে Roseপ্রেম নিবেদনে হাকে লাস্যময়ী,

তব প্রেমের স্ফুলিঙ্গ জ্বেলে Roseছিন্ন কর চাতুরি ছলনাময়ী॥



প্রেমের অপরাধে কেউ কভু Roseকেটে ফেলে যদি অঙ্গগুলো,

আহাদ শব্দের সুধা ঢেলে Roseঅবস রেখ ব্যথাকোষগুলো॥

Rose Good Luck Rose



বিষয়: সাহিত্য

৯৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308352
১১ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। গভীর অনুভূতি দিয়ে লিখা কবিতাটি ভীষণ ভালো লাগলো। চমৎকার শব্দচয়ন, ছন্দ ও ভাব মুগ্ধ করার মতো। জাজাকাল্লাহু খাইর।
১১ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫৫
249432
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
308378
১১ মার্চ ২০১৫ রাত ০৮:০৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! চমৎকার শব্দশৈলীর বিন্যাস গড়া কবিতা পড়ে ভালোলাগা রেখে গেলাম! Thumbs Up Good Luck

জযাকাল্লাহুখাইর। Good Luck
১১ মার্চ ২০১৫ রাত ০৮:২৩
249454
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মতাম, মন্তব্য করে ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফীক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File