শয়তানের সেবাদাস

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১০ মার্চ, ২০১৫, ০২:৩৮:৫১ রাত

ধর্মের নামে যারা করে অধর্মের কাজ

তাদের দেখে শয়তান আজ পায় লাজ।

-

ধর্ম ব্যবহারে স্বার্থ সিদ্ধিতে যারা পোক্ত

শয়তানের সেবাদাসে তারা হয় অভুক্ত।

-

সৃষ্টার প্রতিনিধি তারা শয়তানী কাজে

মুখে বলে পরকাল অন্তরে নাহি বাজে।

-

সর্বাঙ্গে আর্বজনা মেখে সাফ করে অন্যকে

মাঝে মাঝে হার মানায় স্বরূপে বন্যকে।

০৯.০৩.২০১৫

বিষয়: বিবিধ

৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File