অঙ্কুরে বিনষ্ট স্বপ্নীল প্রসূন
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১০ মার্চ, ২০১৫, ০১:৫৯:৪৭ রাত
প্রশস্ত প্রান্তর খাঁচায়, হৃদয় মালঞ্চ মাচায়
প্রোথিত স্বপ্নিল পুষ্পদানা ।
বাদলের বর্ষণে, অনুকূল সমীরণে
উন্মুখ অবারিতে স্বপ্নডানা ॥
╭✿╯╭✿╯ ╭✿╯╭✿╯
অঙ্কুরিত হবে দানা, দিগন্তে ছড়াবে ডানা
অমিত স্বপ্নে ভেলা ভাসে ।
কাননে ফুটবে ফুল, ছড়াবে গন্ধ মুকুল
কুসুমিত হবে মন স্নিগ্ধ বাতাসে॥
╭✿╯╭✿╯ ╭✿╯╭✿╯
ঐশী জ্ঞানের জ্যোতি, হৃদয়ে ছড়ায়ে দ্যুতি
বাঁধে কপাট উন্মুক্ত দ্বারে।
নিদারুন দৈন্য দশা, গুরুদের স্বপ্ন-আশা
আনাগোনা কূঁজবনের দ্বারে॥
╭✿╯╭✿╯ ╭✿╯╭✿╯
পাছে লোকে কিছু বলে, স্বপ্নেরা ডানা মেলে
পুষ্প বনে কন্টকসম গাছে।
বিবেকের কষাঘাতে, সংকটের ঘুর্ণাবর্তে
গুণ্ঠিত দানা আগাছায়-ঘাসে॥
╭✿╯╭✿╯ ╭✿╯╭✿╯
দিগন্তে উঁকি দিয়ে, ডেকে হাতছানি দিয়ে
দূর নীলিমায় গিয়ে মিশে।
কুসুমিত করে পথ, নিপাতিত করে বিপদ
স্বপ্নীল প্রসূন অঙ্কুরে বিনাশে॥
╭✿╯╭✿╯ ╭✿╯╭✿╯
বিষয়: সাহিত্য
১৩২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন