পুড়ছে দেশ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:০৯:৫৫ রাত
পুড়ছে দেশ
উড়ছে কেশ
আমার দেশের নেত্রী নেতার
জ্বলছে বাড়ী
ভাঙ্গছে গাড়ী
বাজছে দেশে দুঃখের সেতার।
।
মারছে তারা
মরছে যারা
নয় যেন কেউ দেশের মানুষ
খাচ্ছে নুন
করছে খুন
উড়ছে দেশে শোকের ফানুস।
।
যারা দালাল
তারা আলাল
লুটে পুটে খাচ্ছে আমার দেশ
দিচ্ছে তালি
বুকটা খালি
দেশটা যে আজ ধ্বংসাবশেষ।
।
ছুঁড়ছে গুলি
উড়ছে খুলি
মারছে মানুষ ক্রসফায়ারে
মানুষ বেশে
ডুকছে দেশে
হায়েনা গুলো হাই হায়ারে।
বিষয়: বিবিধ
৮৪২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন