বর্ণ শিখি সযতনে – কলিরা আজ ফুটছে মনে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৫৯:২০ রাত

অ - অযু করে নামায পড়ি
আ – আযান হলে আল্লাহ্ স্মরি![]()
ই - ইসলাম হলো খোদার দ্বীন
ঈ - ঈদগাহে যায় মুসলিম![]()
উ - উত্তম স্বভাব সবাই গড়ি
ঊ - ঊষাকালে কোরআন পড়ি।![]()
ঋ - ঋণ করা ভালো নয়
এ - এবাদতে শান্তি হয়। ![]()
ঐ - ঐক্য হল দেশের মান
ও - ওকালতির লাগে জ্ঞান
ঔ – ঔষধ হল আল কোরআন ![]()
ক - কলম দিয়ে সৃষ্টি স্মরি
খ – খেজুর দিয়ে ইফতার করি ![]()
গ - গুরুজনে করি সন্মান
ঘ - ঘাসে ঢাকা সবুজ বাগান![]()
ঙ - বেঙ ডাকে বর্ষা কালে
চ - চেষ্টা করি জ্ঞানের বলে![]()
ছ - ছালাত পড়ি সময় হলে
জ -জায়নামাজে দৃষ্টি মেলে ![]()
ঝ - ঝাণ্ডা উড়াও সত্য সুখে
ঞ্ঝ - ঝঞ্ঝা রুখি হাসি মুখে ![]()
ট - টাকা বেশী ভালো নয়
ঠ - ঠাণ্ডা খেলে কাশি হয়![]()
ড - ডাকে ঐ মা জননী
ঢ - ঢাকা আছে দুধ পানি
ণ - পরাণে মধুর আযান ধ্বনি
ত - তারাগুলো নূরের মণি ![]()
থ - থালা ভরা আম জামে
দ - দয়া করি দুঃখীজনে![]()
ধ - ধন নয় বড় মান
ন – নিষ্ঠা শিখি নয় ভান![]()
প - পবিত্র আলো প্রাণে রাখি
ফ – ফল তাজা মেলি আঁখি![]()
ব - বড় হবো বই পড়ে
ভ – ভরসা সব রবের তরে ![]()
ম - মায়ের পদতলে জান্নাত
য – যিকির হল আমানত ![]()
র – রহমত মোরা চাই সদা
ল - লতার মত নির্মলতা
শ – শয়ন অতি মন্দ কালো
ষ – শেষ ভালো যার সব ভালো ![]()
স – সত্য কথা সদা বলি
হ - হেদায়তের পথে চলি![]()
ক্ষ – ক্ষমা করা মহৎ গুণ
ড় - গুড়ের পিঠায় অল্প নুন![]()
ঢ় – দৃঢ় ঈমান আসল ধন
য় – নিয়ত খাঁটি করি পণ![]()
ৎ - সৎ কর্ম সদা করি
ং – রংধনু আজ সোনার তরী![]()
ঃ – দুঃখ দেয়া মন্দ কাজ
চাঁদের আলোয় অনন্য সাজ 
বিষয়: বিবিধ
১৬০৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
হৃদয়স্পর্শী মন্তব্য ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
প্রকৃত নৈতিক শিক্ষার ভিত গড়ে শৈশব থেকেই!
কাদা মাটির মত শুরু থেকেই নৈতিক ও ধর্মীয় মানসে গড়ে তুলতে সুন্দর এমন শিক্ষার বিকল্প নেই!
অনেক ভাল লাগল শ্রদ্ধেয়া আপুজ্বী!
জাযাকিল্লাহু খাইরান!!
আজকের শিশুদের পাঠ্য বই দেখলে রীতিমত আঁতকে উঠতে হয়। কী ভয়ংকর শব্দচয়ন, নীতি নৈতিকতা ও ধর্মীয়বোধ তৈরী তো দুরের থাক কচি প্রাণ গুলো ভীতসন্ত্রস্ত হয়ে উঠে।
আপনার বিজ্ঞ অভিমত ও গঠনমূলক উপদেশসহ সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক। আমার জন্য দোয়া করবেন ভাইয়া।
নিয়মিত হওয়ার অনুরোধ থাকলো যদি সম্ভব হয়। আপনি, বৃত্তাপু, হ্যারি, আওন, ইমরান ভাইয়া ও ভিশু ভাইয়াসহ অনেককেই ব্লগে খুব মিস করি।
আপনার আন্তরিক সুন্দর অনুভূতি পাথেয় হয়ে থাক। জাজাকাল্লাহু খাইর।
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আদেরর আফ্রাম্নি। আমাদের আফ্রাম্নি শিখবে জেনে আনন্দিত হলাম যদিও মুসলিম হিসাবে আমাদের সকলেরই ধর্মীয় বিষয়গুলো প্রাত্যহিক জীবনে অনুশীলন অত্যাবশ্যকীয়।
তোমার প্রেরণামূলক আন্তরিক সুন্দর অনুভূতি পাথেয় হয়ে থাক। জাজাকাল্লাহু খাইর।
অ- অজু
অজু কর পাক হও
আলকুরান হাতে লও
আ-
আজান দাও জামাত গড়
খোদার হুকুম নামাজ পড়
ঈ-
ঈদের দিনে খোলা মনে
মিলব মোরা সবার সনে
আলিফ- আল্লাহ
আল্লাহ তায়ালা এক জানো
সব কাজে তাকেই মানো।
বা- বাইতুল্লাহ
খোদার ঘর বাইতুল্লাহ
গড়েছিলেন খলিলুল্লাহ।
তা- তাওবা
তাওবা করেন বার বার
গুনাহ হলে ঈমানদার
----------------
জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
আসলে ইউ কের যে স্থানে আমি বসবাস করি সেখানে অনেক ছোট ছোট মুসলিম বাংলাদেশী ছেলেমেয়ে। যারা আমার অনেক কাছের। এমন পরিবেশের মুখামুখি হচ্ছি যে তারা ইংলিশ ছাড়া বাংলায় কথা বলতে পারে না। যা খুবই বেদনাদায়ক। এই কষ্টবোধ থেকেই আমি বাংলাদেশ থেকে কিছু বই শিশুদের জন্য সংগ্রহ করি। কিন্তু পরিতাপের বিষয় প্রথম বইয়ের প্রথম বর্ণের শব্দ ও বাক্য দেখে কচি মনের শিশুরা আঁতকে উঠে (উদাহরণঃ অ – অজগর, সাপের ছবিসহ, অজগর ঐ আসছে তেড়ে)। আমিও চিন্তিত হয়ে পড়ি। এমতাবস্থায় বাংলাদেশের বর্তমানের উদ্ভুদ পরিবেশে কোন স্বাভাবিক বিষয়ে লিখার সুস্থ মানসিকতা না থাকা সত্বেও কলম ধরতে বাধ্য হই শুধুমাত্র বিদ্যমান প্রয়োজনের কথা বিবেচনায় রেখে।
তাই আপনার কাছে বিশেষ অনুরোধ রইলো যদি সম্ভবপর হয় ইসলামিক এডুকেশন সোসাইটির ঠিকানা বা লিঙ্ক দিলে খূবই উপকৃত হতাম। আপনার দেয়া তথ্যগুলো অনেক ভালো লাগলো।
আমার ভীষণ ভালো লাগছে যে, আপনার মত ভাই ও বোনেরা আমার এই ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করেছেন।
আপনার গঠনমূলক সুঅভিমতের জন্য জাজাকাল্লাহু খাইর।
শিশুদের আমরা মসজিদ থেকে দুরে ঠেলে দিই লিখাপড়ার নামে।
প্রেরণামূলক আন্তরিক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক। ভালো থাকবেন খুব ভালো সবসময়। দোয়া রইলো।
ISLAMIC EDUCATION SOCIETY
6/a uttara model town sec 5,
Chittagong, dhaka 1230, BANGLADESH
Phone- 008802-8911184
তাছাড়া বইগুলো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিশু শ্রেণির পাঠ্যপুস্কত। মাদ্রাসার আসে পাশে লাইব্রেরীগুলোতে পাওয়া যাবে। কাটাবন মসজিদের পাশের লাইব্রেরীগুলোতেও পাওয়া যাবে।
6/a uttara model town sec 5
Dhaka 1230, BANGLADESH
Phone- 008802-8911184
তোমার কাছে ভালো লেগেছে জেনে আমারও খুব আনন্দ হচ্ছে। ভালো থাকো খুব ভালো সবসময়। দোয়া রইলো। আমার জন্য দোয়া রেখো।
মহান রাব্বুল আলামীন আপনিসহ আমাদের সকলকেই সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন