সুযোগ সন্ধানী ভণ্ড

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৪ জানুয়ারি, ২০১৫, ০৩:৫৮:৫৭ রাত

ভণ্ড আন্দালিব, মাহি আর গোলাম রনি

টকশোতে সস্তা বাহবাহ পেয়ে তারা ধনী।

আসলে করছে কি তারা কাজের কাজ ?

কথা আর কাজ দেখে জাতি পায় লাজ।

-

টকশোতে এসে তারা বলে বড় বড় কথা

কথা কাজে মিল নেই বলে কথা অযথা।

দেশজুড়ে হামালা ভাংচুর গুম খুন চলছে

কোথায় গেল আজ তারা জনগণ বলছে।

-

জাতির এদুর্দিনে কোথায় কি করছে তারা?

বোরকা পরে লুকিয়েছে ভয় পেয়ে কারা।

জনগণ বলছে তাদের সুযোগ সন্ধানী ভণ্ড

সময়মত দিয়ে দেবে তাদের প্রাপ্য দণ্ড।

২৩.০১.২০১৫

বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301474
২৪ জানুয়ারি ২০১৫ রাত ০৪:০৬
sarkar লিখেছেন : ঠিক বলেছেন। ধন্যবাদ।
307156
০৪ মার্চ ২০১৫ সকাল ০৬:৪৫
মোঃআয়নাল হক লিখেছেন : চৎমকার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File