বেগম খালেদা জিয়ার অতিথি পাখিরা আজ কোথায় ?

লিখেছেন লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন ২৪ জানুয়ারি, ২০১৫, ১২:১৩:০২ রাত

বিএনপি নেত্রী বেগম জিয়ার রাজনীতিতে রাহুর দশা পার করছেন তিনি বর্তমানে প্রা্য সংগী হীন অস্হায় কাল যাপন করছেন আজ তার পাশে তার সেই অতীথি পাখিদের আনা গোনা আর চোখে পরে না । তার সু-সময়ে যার তার চার পাশে ঘিরে রাখতো বর্তমান তার এই কঠিন সময়ে তারা মহা সুখেই দিন যাপন করছেন আমার বিশেষ মনে হচ্ছে মোসাদ্দেক আলী ফালুর কথা । বিএনপি সরকারের আমলে রাজনীতিতে নাম পরিচয় হীন ফালু কোথা থেকে এসে বনে গেল খালেদা জিয়ার রাজনৈতিক সচিব তার সাংসদ এর ই সাথে বনে গেল খালেদার জিয়ার অর্থাৎ তত্বকালীন প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা দুই দুইটি টিভি চ্যানেল ব্যাংক সহ নানা শিল্প কারখানার মালিক বনে গেল কোথাকার কোন ফালু । মুহুর্তেই ফালু হয়েগেল মহা ক্ষমতার অধিকারি । , বেসরকারি টেলিভিশন মালিক সমিতির সভাপতি ফালু নিজের ব্যবসা সম্প্রসারনের কাজে বর্তমানে অষ্ট্রেলিয়াতা আছে । বেগম খালেদা জিয়ার বর্তমান চরম দুঃসময়ে কোথায় আজ সেদিনের সুবিধা ভোগীরা বিএনপির সে সময়ের সমস্ত সুবিধা নেতাদের ছায়া পর্যন্ত ও মিলছে না বেগম খালেদা জিয়ার আশে পাশে ।কোন স্বার্থে বিএনপি তাদের দ্বারা কলংকিত হয়েছে ? বিএনপির সেই অতিথি পাখিরা আজ আর ময়দানে নেই তারা আজ ইদুরের মত লেজ গুটিয়ে গর্তে আয়েস করছে । হয়তো বিএনপি আবার যদি কখনো ক্ষমতার স্বাধ গ্রহন করতে পরে তারা আবার সেদিন বেগম খালেদা জিয়ার চার পাশে তাকে ছায়া দিয়ে রাখবে !

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301468
২৪ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪০
শেখের পোলা লিখেছেন : এই চাঁটার দল চাঁটার সুবিধা পেলেই আসবে৷
301485
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৫২
sarkar লিখেছেন : সঠিক কথা বলেছেন।তবে এখন যারা সরকারে আছে তাদের ও বড় একটা অংশ আগামীতে পাওয়া যাবেনা।যখন তারা সরকারী দলে থাকববে না।
301490
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:০৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : পিলাচ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File