আর কত তুই রক্ত চাস

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ জানুয়ারি, ২০১৫, ০২:২৯:৩০ রাত

আর কত তুই রক্ত চাস

রক্তেই তো তোর বসবাস,

জ্যান্ত দেহ ছিঁড়ে খুঁড়ে খাবে

কেমনে তোকে মানুষ ভাবে?

-

মানুষ হলে আকাশ দেখে

উদাস চোখের স্বপ্ন এঁকে

রঙ তুলিতে উপচে পড়ে

সুখ দুঃখে হ্রদয় নড়ে।

-

কেমনে বলি মানুষ তোকে

তাকাস কেমন রক্ত চোখে,

রক্ত মেখে তুই কত সুখে

অথচ মানুষ কত দুঃখে।

-

বন্ধ কর তোর রক্ত খেলা

চেয়ে দেখ তোর নেই বেলা,

শুরু হয়েছে উল্টো খেলা

তোর রক্তে ভাসবে ভেলা।

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File