৭৫এর ১৫ই আগস্টে ফিরে যেতে বাধ্য করিসনা ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ জানুয়ারি, ২০১৫, ০১:৩৭:৪০ রাত



অনেক কিছু করেতে চাই না তাও

তাও কেন করতে বাধ্য করা হয়,?

আমি চাইনি আজ ২০ টাকার

রিকসা ভাড়া ৬০টকা দিতে

তাও কেন বাধ্য হয়ে দিতে হল?

চাষী চায়নি তার ফসল পচে বীজ নষ্ট হয়ে যাক,

তাই কেন তাকে সস্তায় বেচতে বাধ্য করা হয়?

মোরা চাইনি বেশী দামে জিনিসপত্র কিনতে খেতে

তাও কেন পেটে দায়ে বাধ্য হয়ে কিনে খেতে হয়?

বাবা মা সন্তানের খাবার পড়ার খরচ চালাতে নাপেরে

রহিমকে শ্রমিকে হতে মুমুকে বিয়েতে বাধ্য করা হয়?

নিজের দেশে মোদের কেন নেই স্বাধীনতা কথা বলার?

অন্যায়ের প্রতিবাদে কেন জীবন দিতে বাধ্য করা হয়?

গনতন্ত চেয়েছি আর বলেছি স্বৈরাচার নিপাত যাক

তবু কেন মোদের অবৈধ সরকার মানতে বাধ্য করা হয়?

মোদের দেশে শীতের অতিথি পাখি মারা দন্ডনীয় অপরাধ।

আর স্বৈরাচারী সরকারী দলের সোনার ছেলে সন্ত্রাসী কাজ করে,

বিচার নিজের হাতে তুলে নিয়ে নিরোপরাধী ছেলেদের মারলে পুরুস্কার।

কেন নিরোপরাধী আপনজন শীতের রাত কাটাতে বাধ্য হয় রাস্তায়?

জনগনের জান মালের নিরাপত্তার জন্য সরকার,জনগন তা পায় নাই।

জালিম সরকার হঠাতে জনগন কেন বাধ্য হচ্ছে অবরোধ হরতাল করতে?

দেশের জনগন দেশের কল্যানে অনেক কিছু করতে চাইনি রাজপথে।

জনগন শান্তি চেয়েছে,কেন র‍্যাব পুলিশ কে মানুষ মারতে বাধ্য করালে?

ঐক্য মোদের অটুট তাই ৭৫এর ১৫ই আগস্টে ফিরে যেতে বাধ্য করিস না ।

বিষয়: বিবিধ

১৪৫৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301047
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:১২
sarkar লিখেছেন : ৭৫ এ যা ঘটেছিল তা আর ঘটবে না।কারণ এখন আর সেই মেজর ডালিম নেই।আর যারা ছিল তাদের কে ত পিলখানায় হত্যা করেছে।
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৪২
243513
সত্যলিখন লিখেছেন : তা হলে আর ভোরের সূর্য্যটা উঠবে না ।সোনালী আভা দেখে আর পাখিরা গান গাইবে না। ।ফুলে ফুলে প্রজাপতি উড়বে না । ভ্রমরেরা অলিদের কানে কানে আর গান গাইবে না । না না এই সব মেনে নেওয়া যায় না । যদি আর কোন মায়ের সন্তান মেজর ডালিম না হয় আমি আমার ৫ ছেলেকে বলব তোরাই মেজর ডালিম হয়ে যা ।তাও অমানিশা রাতের আধার দূর করে দেশের দশের কল্যান বয়ে য়ানো ঐ ভোরের লাল সূর্য্যটা ।ইন শা আল্লাহ ।কলেমার পতাকা এই বাংলায় উড়বেই ।
301054
২১ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৪১
শেখের পোলা লিখেছেন : আপনার সব প্রশ্নের উত্তর একটাই, আমরা ভুল করেছি৷ সুরা হুজরাতের আয়াত ৬ দেখতে অনুরোধ থাকলো৷ আপনি একজন দাঈয়ী, আপনাকে বেশী বলতে হবেনা৷ ৪৩ বছর আগের কথা,'সোনার বাংলা শ্মশান কেন',এমনই একটা খবর ছিল৷
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৪
243597
সত্যলিখন লিখেছেন : আপনার অনুরোধ রেখেছি ।ব্যাখ্যা সহ স্বামী স্ত্রী দুই জনেই ব্যাপারটা অনেক ক্ষন ভেবেছি কি হচ্ছে ?কোন দিকে যাচ্ছে । গঙ্গা কি রক্তে লালে লাল হয়ে যাবে না তার আগেই থেমে যাবে ।
301072
২১ জানুয়ারি ২০১৫ সকাল ১১:০৪
প্রেসিডেন্ট লিখেছেন : গ্রেপ্তারকৃত ছোট ভাইকে দেখতে সোমবার সকালে কেন্দ্রীয় কারাগারে যান ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি। ফিরে এসে অন্তঃসত্ত্বা স্ত্রী মনীষাকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আর ফেরা হয়নি। ফেরা হবে না আর কোন দিন।

কি অপরাধ আমার স্বামীর।

কবিতায় নতুন লিখবো কি আর আমার ভাইয়ের ঝরছে খুন,
অন্তস্বত্তা বোনের রোদন কান পেতে আজ একটু শোন।

ঐ কবি তোর কাব্য থামা বজ্রকন্ঠে কর নিনাদ,
ভেঙ্গে দে, ফেল উপাড়ি খুনী হায়েনার বিষদাঁত।
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩২
243598
সত্যলিখন লিখেছেন : হে ঈমানদারগণ ! সত্যের ওপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষদাতা হয়ে যাও৷২৯ কোন দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও৷ ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠিত করো৷ এটি আল্লাহভীতির সাথে বেশী সামঞ্জস্যশীল৷ আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো৷ তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন ৷ যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে, তাদের ভুল-ত্রুটি মাফ করে দেয়া হবে এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে ) যারা কুফরী করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা বলবে, তারা হবে জাহান্নামের অধিবাসী৷ সুরা মায়েদা ৮-১০

.


301080
২১ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা এখন বসবাস করছি এক বধ্যভুমি তে। একে দারুল হরব ঘোষনা করা যায় বলে মনে হয়।
২১ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৬
243606
সত্যলিখন লিখেছেন :
301090
২১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৭
সুশীল লিখেছেন : মাইনাস
২১ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৮
243609
সত্যলিখন লিখেছেন : মেনি থ্যাক্স
301150
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫১
মু নূরনবী লিখেছেন : এই জুলুমের ফিডব্যাকটাও সেই রকম হবে..আপু
২১ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৬
243608
সত্যলিখন লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File