অ সু স্থ্ চি ন্তা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২০ জানুয়ারি, ২০১৫, ০৩:৪৩:৫৯ রাত
নষ্টরা কিভাবে পুষবে ‘অশান্ত সমুদ্র’ ?
কথায় তারা খুবই বড় চিন্তায় ক্ষুদ্র।
নষ্টরা ‘নোংরা জল’ পুষে স্বভাব দোষে
অসুস্থ্ চিন্তায় মত্ত থাকে হুঁশ-বেহুঁশে।
-
কার কত দোষ আছে খুঁজে খুঁজে বেড়ায়
অপরের দোষ খুঁজে নিজের দোষ এড়ায়।
-
নষ্টরা ভাবে গোটা পৃথিবীটাই নষ্ট
তাই তারা সুখ পায়, পায় না কষ্ট।
নষ্টরা চলে ভ্রষ্ট পথে, এঁকে পদচিহ্ন
অসুস্থ্ চিন্তায় মত্ত,তাই জগতটা ভিন্ন।
১৯.০১.২০১৫
বিষয়: বিবিধ
৮৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই তারা সুখ পায়, পায় না কষ্ট।
বাস্তব কথা
মন্তব্য করতে লগইন করুন