কেন এ আন্দোলন সফল হবে বলে আমি মনে করি?

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২০ জানুয়ারি, ২০১৫, ০৪:৫০:৫২ রাত

১। একদম প্রথম দিক থেকেই আন্দোনল স্বত:স্ফূর্ত ছিল। কোন নেতার রাজপথে নামার জন্য আন্দোলন অপেক্ষায় ছিলনা। আজ ও নেই । তাই কে বেঈমানি করলো কে সরকারের কাছে বেচা গেল, কে গ্রেফতার হলো তা আন্দোলনে কোন প্রভাব ফেলবেনা। রাজপথে নেতারা না নামলে ও চলবে। নামলে বোনাস।

২। রাজপথ ছেড়ে অনলাইনে ও নেই আওয়ামিলীগাররা। কেমন যেন একদম চুপ মেরে গেছেন। ভেতর থেকে আর প্রণোদনা পাচ্ছেন না। আমার পরিচিত আওয়ামিলীগাররা যারা ঘন্টায় ঘন্টায় ষ্ট্যাটাস দিতেন তাদের এখন হারিকেন দিয়ে ও খুঁজে পাওয়া যাচ্ছেনা। তবে ঊনাদের এ আচানক নিরবতায় আমি কিন্তু একটা ষ্ট্যটাস ঠিকই দেখতে পাই , "আমরা ভাল নেই"

৩। রাজনৈতিক ভাবে মোকাবেলার শক্তি আওয়ামিলীগ একেবারেই হারিয়ে ফেলেছে । তাই রাজপথে ওদের দেখা যাচ্ছে না। পুলিশ-র‍্যাব-বি জি বি কে দলীয় কর্মীর মত ব্যবহার করতে হচ্ছে। এটা যে কোন স্বৈরাচারীর শেষ অস্ত্র! সাম্প্রতিক র‍্যাব-বিজিবি এবং পুলিশ প্রধানের বক্তব্য তার প্রমাণ।

৩। বাসে আগুন দিতে গিয়ে আওয়ামিলীগ কর্মীদের ধরা খাওয়ার খবর প্রচার করছো প্রথম-আলোর মত কট্রর আওয়ামী পত্রিকা গুলুও। নাহ! ওরা হটাৎ ভাল হয়ে যায়নি। ওরা বুঝতে পেরেছে আওয়ামিলীগের এখন ছাখরাতুল মউত চলছে। তাই শেষ মুহুর্তে এসে চতুর মিডিয়া গুলুর কিছুটা নিউট্রাল থাকার চেষ্টা দৃষ্টি এড়ানোর কথা নয়। এ ব্যাপরাটা খেয়াল করবেন টক-শো গুলাতে ও । আওয়ামিলীগের গলাবাজ দালাল গুলুও হাসিনার পাশ থেকে সটকে পড়ার ধান্দায় আছে! চিবিয়ে-চিবিয়ে হলেও সরকারের সমালোচনা করছে। এটা এমন ছিলনা ১৫ দিন আগে ও।

৪। হত্যা-গুম চলছে এটা ঠিক। তবে আগের মত মিছিলে সরাসরি ব্রাশ ফায়ার ওপেন করছেনা পুলিশ বা বিজিবি। কারণ এখন সবই রেকর্ড হয়ে যাচ্ছে। তাই গোপালগন্জি পুলিশ ও কিন্তু ট্রীগার টানার আগে চিন্তা করছে। গতকাল মগবাজারে পুলিশের সামনে শিবিরের মিছিলে পুলিশ তো আক্রমণাত্মক হয়নিই! বরং মনে হচ্ছিল পুলিশ বুঝি পাহাড়া দিচ্ছিল! এটা খুবই তাৎপর্যপূর্ণ! যদি ও অধিকাংশ ক্ষেত্রে এটা এখনো আশা করা ঠিক হবেনা।

৫। খালেদা জিয়ার গুলশান কার্য্যালয়ের সামনে থেকে অবরোধ প্রত্যাহার মনে করিয়ে দিচ্ছিল সে গল্পটা, "যখন নতুন জামাই লোভ সামলাতে না পেরে গরম সেদ্ধ ডিম মুখে ঢুকিয়ে দিলে মানুষের সামনে উগড়ে দিতে ও পারছিলনা আবার গরমের জন্য গিলতে ও পারছিলনা।" যাই হোক শেষে লির্লজ্জের মত হার মেনে অবরোধ প্রত্যাহার করতে হলো ওদের।

৬। এছাড়া সীমাহীন আন্তর্জাতিক চাপে আওয়ামিলীগ ভেতরে ভেতরে পিশে যাচ্ছে তা টের পেতে আরো ১ সপ্তাহ অপেক্ষা করুন।

ভাল থাকুন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন। আন্দোলনের সাথে থাকুন।

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300868
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:০৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : অপারেশন ক্র্যাক ডাউন শুরু হয়েছে
২১ জানুয়ারি ২০১৫ রাত ০১:২২
243493
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : যে কোন স্বৈরাচারী শাষকের শেষ মুহুর্তে এটা স্বাভাবিক নয় কি?
300871
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১৮
sarkar লিখেছেন : আন্দোলন চলছে।চলবে।হাসিনার মসনদ টলছ টলবেই।
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০২
243407
shaidur rahman siddik লিখেছেন : কিন্তুু সবাই ফেসবুক অথবা ব্লগেই বলে----মাঠে বেশিরভাগেই ভিতু হয়।
২১ জানুয়ারি ২০১৫ রাত ০১:২২
243494
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : চলছে এবং টলছে
300882
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৯
দ্য স্লেভ লিখেছেন : আমার মনে হয় সবথেকে বড় চাপ হল জাতিসংঘ শান্তি মিশনে আর্মি,পুলিশ না নিতে চাওয়া। দেশী আর্মী অন্তত নিজের স্বার্থ বুঝে।তারাই চাপ দিবে জোরে।......
২১ জানুয়ারি ২০১৫ রাত ০১:২৩
243495
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আমি এটা জানতাম না। সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট।
300883
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০০
shaidur rahman siddik লিখেছেন : দ্যা স্লেভ ভাইয়ের সাথে সহমত
300892
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সহজে হবেনা। দেশব্যাপি হত্যাকান্ড চালানর প্রস্ততি নেওয়া হয়ে গিয়েছে।
২১ জানুয়ারি ২০১৫ রাত ০১:২৪
243496
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : সিলেক্টিভ কিছু কিলিং হবে। আগের মত মিছিলে ব্রাশ-ফায়ার করার সাহস আর অবশিষ্ট নাই।
300895
২০ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২০
ইয়াফি লিখেছেন : আন্দোলনের উত্তাপ অবৈধ সরকারের গায়ে তীব্রভাবে লাগছে বলে এখন যোগাযোগের মাধ্যমগুলিকে অক্রমণ করা শুরু করছে। এর আগে তাদের পাইক-পেয়াদা, চাপরাশিরা আন্দোলনরত জোটকে সমাবেশ করতে দেয়ার কথা বিবেচনা করবে বলছে। দেশের মানুষের উপর তারা হত্যাযজ্ঞ চালাবে। এছাড়া অবৈধ শাসকদের অন্যকোন পথ নেই। কিন্তু তাদের শেষ পরিণতি পতন!
২১ জানুয়ারি ২০১৫ রাত ০১:৩২
243497
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এবং পতন অত্যাসন্ন
300902
২০ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২১
আমি মুসাফির লিখেছেন :
২১ জানুয়ারি ২০১৫ রাত ০১:৩২
243498
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ধন্যবাদ
300919
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪১
হতভাগা লিখেছেন : বছরের সেরা জোক্স পোস্ট

এক সপ্তাহ অপেক্ষা করেন , পিটাইয়া সব গুলারে ছাতু বানানো হবে । যে গুলো টিকবে সেগুলো যাবে খোয়াড়ে ।

খালেদার এবার আর কোন সুযোগ নেই , তাকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেন্ধে ফেলা হবে ।

আর তার কু-পূত্র , চরম বেয়াদপ ও জীবন্ত উন্মাদ তারেকের কোন কথাই এখন আর কোন মিডিয়া ছাপাতে বা প্রচার করতে চাইবে না । বৃটেনও এই নর্দমার কীটকে লাথি মেরে বের করে দেবে ।
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২২
243669
আমি মুসাফির লিখেছেন : আপনি দেখছি চরম তারেক বিদ্বেষী কারণ কি
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৩
243677
হতভাগা লিখেছেন : শুধু আমি কেন ? বাংলাদেশের ৯০% এরও অধিক লোক তারেককে পছন্দ করে না ।

জিয়ার সুনাম সে নষ্ট করে দিচ্ছে। খালেদা জিয়াও তার কথাও নিজের নেতাদেরও মাঠে আনতে পারছেন না শুধু তারেকের কারণে , সিনিয়র নেতারা তারেককে পছন্দ করে না ।
301036
২১ জানুয়ারি ২০১৫ রাত ০১:৩৭
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : হানিফের মত আপনার কাছে প্রশ্ন কয়দিনে যেন ১ সপ্তাহ্‌ হয়?

তারেকের কথা কোন মিডিয়া প্রচার করতে চাইবেনা! ভাল কথা !! তাহলে তারেকের কথা আইন করে প্রচার বন্ধ করতে হয় কেন?

"বৃটেন তারেককে লাথি মেরে বের করে দেবে" তাড়ি খেয়ে মাঠে এমন হাঁড়ি ভান্গা কি ঠিক হল মশাই?

২২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩১
243676
হতভাগা লিখেছেন : এটাকে খালেদা জিয়ার ''ঈদের পর আন্দোলন শুরু হবে'' সে রকম বলে মনে করেন না ।

আওয়ামী লীগ যা বলে তা করে দেখায় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File