সামনে তোমার লৌহকারা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৪:১৭:৩১ রাত
(সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে)
তোমার ডানে বায়ে সামনে
এখন সরকারের এজেন্ট
সমাবেশ আর হরতাল ডেকে
হয় না কেউ প্রেজেন্ট।
-
বেঈমান আর দালাল দিয়ে
কেমনে চালাবে দল ?
তোমার কথা শুনার মতো
দেশে নেই জনবল।
-
ক্ষমতায় থেকে সম্পদের পাহাড়
বানিয়েছিল যারা
তোমায় এখন জেলে পাঠাতে
বদ্ধপরিকর তারা ।
-
ডানে বায়ে দালাল তোমার
সামনে লৌহকারা
বাঁচতে হলে আপোষ করে
জলদি হও দেশছাড়া ।
-
কারগুলিতে মরবে তুমি
জানে দালাল ফখরুল
নেতাবেশের দালালগুলো
চালাচ্ছে ষড়যন্ত্রের রুল।
-
ক্ষমতার স্বাদ এই জনমে
নাও পেতে পারো আর
দূর্নীতিবাজ দালাল নেতারা
করবে তোমায় ছারখার।
২৯.১২.২০১৪
বিষয়: বিবিধ
৮১৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গর্তে ঢুকে পড়া কিছু নেতা
মন্তব্য করতে লগইন করুন