সামনে তোমার লৌহকারা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৪:১৭:৩১ রাত





(সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে)

তোমার ডানে বায়ে সামনে

এখন সরকারের এজেন্ট

সমাবেশ আর হরতাল ডেকে

হয় না কেউ প্রেজেন্ট।

-

বেঈমান আর দালাল দিয়ে

কেমনে চালাবে দল ?

তোমার কথা শুনার মতো

দেশে নেই জনবল।

-

ক্ষমতায় থেকে সম্পদের পাহাড়

বানিয়েছিল যারা

তোমায় এখন জেলে পাঠাতে

বদ্ধপরিকর তারা ।

-

ডানে বায়ে দালাল তোমার

সামনে লৌহকারা

বাঁচতে হলে আপোষ করে

জলদি হও দেশছাড়া ।

-

কারগুলিতে মরবে তুমি

জানে দালাল ফখরুল

নেতাবেশের দালালগুলো

চালাচ্ছে ষড়যন্ত্রের রুল।

-

ক্ষমতার স্বাদ এই জনমে

নাও পেতে পারো আর

দূর্নীতিবাজ দালাল নেতারা

করবে তোমায় ছারখার।

২৯.১২.২০১৪

বিষয়: বিবিধ

৮১৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298018
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪২
রাজ্পুত্র লিখেছেন : বিএনপির দালাল নেতাদের জ্ন্য আওয়ামীলীগ এখনও ক্ষমতায় টিকে আছে। তবে সবকিছুর একটা শেষ নিশ্চয় আছে। রাজনৈতিদ দল হিসাবে বিএনপি এখোনো টিকে আছে কারন বিএনপি গনমানুষের দল। বাংলাদেশের রাজনীতিতে যতদিন গনমানুষের অংশগ্রহন থাকবে ততদিন বিএনপি টিকে থাকবে।
298028
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:১৯
হতভাগা লিখেছেন :


গর্তে ঢুকে পড়া কিছু নেতা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File