জনাব হাসান মাহমুদ সাহেব হাক্কানী মিশনের পক্ষ হতে পুরস্কৃত হলেন।

লিখেছেন লিখেছেন আঃ হাকিম চাকলাদার ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৫:০৪:০৯ সকাল







পত্রিকা লিংক- http://www.sahos24.com/2014/12/20/18720



আমন্ত্রন পত্র

জনাব হাসান মাহমুদ সাহেব হাক্কানী মিশন কর্তৃক তার কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হলেন।

জনাব হাসান মাহমুদ সাহেব দীর্ঘদিন যাবৎ তার লিখনী, ভিডিও, বক্তব্য, সভা সমাবেশ এর মধ্য দিয়ে কোরান হাদিছের আলোকে ইছলামের শান্তি পূর্ণ দিকটা তুলে ধরে মুসলমানদেরকে বর্তমান যুগের সংগে খাপ খাইয়ে অন্যান্য জাতির সংগে হিংসাত্মক মনোভাব পরিহার করে, একটা পরশ্পর বন্ধুত্বপূর্ণ বসবাসের ফর্মুলার উপর কাজ করে যাচ্ছেন।

তার এই প্রচারণা যথেষ্ঠ অগ্রগতি ও লাভ করেছে। এ ব্যাপারে আপনারা ইতিপূর্বে তার বেশ কিছু নমুনা ও দেখতে পেয়েছেন।

বাগেরহাটের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তার একটি টিম স্বতস্ফুর্ত হয়ে প্রায় ৩ বৎসর যাবৎ তার পুস্তক “শরিয়া কী বলে আমরা কি করি” ও মুভি ১) The Divine Stone ২)Hilla ও ৩)The Sharia Conundrum জনগনের মধ্যে প্রচারণা চালিয়ে বিপুল সাড়া জাগিয়ে তুলেছে।

তার এই টিম টির নেতৃত্ব দিচ্ছেন এফ এম জামসেদ আলী নামক একজন প্রাক্তন ইংলিস অধ্যাপক।

এ পর্যন্ত আমার চাক্ষুষ জানা মতে. বাংলা ব্লগে, বাইরের সাধারন লোকেরা, এমনকি কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা, মসজিদের ইমামেরা যারা যথেষ্ঠ উগ্র ইসলাম পন্থী ছিল, তাদের অনেকেই তার পুস্তক “শরীয়া কী বলে আমরা কী করি” বইটি পড়ে ও তার মুভী সমূহ দেখে নম্র-ভদ্র ইসলাম পন্থি হয়ে গিয়েছে এবং এখনো এ প্রক্রীয়া চলমান রয়েছে। এর যথেষ্ঠ প্রমান ও রয়েছে। তার পুস্তক ও মুভী ও লিখনী সমুহ নিম্ন ছাইটে পাওয়া যাবে।

http://hasanmahmud.com/

বিষয়: রাজনীতি

১০০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298045
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
298144
৩০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তার লিখা আমি পড়েছি। তিনি ইসলামের অপব্যাখ্যা করেছেন অনেক ক্ষেত্রেই। তাকে এই সন্মানিত করায় আমি হাককানি মিশন এর কাজ নিয়েই এখন সন্দেহ করতে শুরু করলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File