স্বপ্ন ভাঙ্গনের যাত্রা রুখবে কে ?
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৫:৫৮:১৪ সকাল
স্বপ্নিল স্বপ্ন পথে
স্বপ্ন ভাঙ্গনের যাত্রা রুখবে কে ?
দুঃস্বপ্নের গ্যাঁড়াকলে
সুন্দর স্মৃতিময় স্বপ্ন বুনবে কে ?
অসীম সিমানা পেরিয়ে
যখন উচ্চতার সর্বশিখরে
আশাহত পারাপারের পথ
আমার ভাঙলো কে ?
তোমা হতে আমি
আমাদের দুচ্ছেদ্য মন
বাধাহীন হয়ে দাঁড়ালো কে ?
সব কিছুতেই বাধা
আমার বাধাবন্দী জীবন ,
বদ্ধ শরীর , বদ্ধ মন
বাধাহীন করে তুলবে আমায় কে ?
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন