জনতার সাঁজ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৬ ডিসেম্বর, ২০১৪, ০৪:১০:১৪ রাত

তোমাদের চাই না তোমরা সরে যাও

আমাদের অধিকার আমাদের দাও ।

-

আমাদের নিয়ে তোরা করো কত খেলা

আমাদের লাশ বানিয়ে ভাসাও ভেলা।

হিংস্র হায়েনাদের নিয়ে কর ফন্দি

অহরহ কর তোরা আগ্রাসী সন্ধি।

-

তোরা চাও বাড়ী গাড়ী কাড়ি কাড়ি টাকা

আমাদের ঘামে চলে কারখানা চাকা ।

-

আমাদের পরিচয় আমরা মানুষ

'জনগণ' বলে তোরা উড়াও ফানুস।

-

ধৈর্যের সীমারেখা ছেড়ে গেছে আজ

অধিকার আদায়ে দেখ জনতার সাঁজ।

বিষয়: বিবিধ

৯১৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297256
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৮
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File