মনটাই বিস্ময়

লিখেছেন লিখেছেন udash kobi ২৬ ডিসেম্বর, ২০১৪, ০৪:২০:০৯ রাত

মনটাই বিস্ময়

- আহমাদ সা-জিদ (উদাসকবি)

চাপের ভিতর মন লুকিয়ে

মারছে ছোবল ভয়!

অহঙ্কারের বেড়াজালে

ভালবাসার জয়!!

জীবন ঘড়ির রসায়নে

ঘোরে হৃদয় কাটা।

লোভনীয় প্রেমের ফাঁদে

চাওয়া-পাওয়ার ভাটা!!

সন্দেহটা জটিল ব‌্যাধি

ক্রোধটা ভীষণ ফাঁòদ।

এক নিমিষেই যায় গুড়িয়ে

জীবন বালির বাঁধ!!

প্রশান্তিতে বুকের খাঁচায়

সুখের মায়া ভুবন।

সুস্থ প্রাণে গায় খুশিতে

বৃষ্টি ভেজা মন!!

অস্থিরতায় মনের মাঝে

দেহে বাড়ায় রোগ।

কাজের মাঝে মন ডুবিয়ে

জীবন উপভোগ!!

মনের ব্যায়াম সকাল-সন্ধ্যা

মননশীলের পথে।

দু:খ ভুলে রাগের পরে

উন্নয়নের সাথে!!

রাগের বশে আবেগ ঠেলে

করো না সংঘাত।

নিয়ন্ত্রণে বাড়াও তুমি

ভালবাসার হাত!!

ধমনীকে শান্ত রেখে

শোককে করো জয়।

এই পৃথিবী , জীবন সবার

মনটাই বিস্ময়!!

*একজন মনোবিজ্ঞানীর মন বিষয়ক লেখা পড়ে অনুপ্রানিত হয়ে এই লেখা।

২০.০৯.২০১৩

বিষয়: সাহিত্য

৯৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297234
২৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৬
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১৯
240747
udash kobi লিখেছেন : ধন্যবাদ।
297257
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৮
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
২৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১৯
240748
udash kobi লিখেছেন : ধন্যবাদ।
Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File