দাদার পতাকায় তোমার শাড়ী

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ ডিসেম্বর, ২০১৪, ০২:০০:৪৮ রাত



পরলে তুমি দাদার দেশের

পতাকা দিয়ে বানিয়ে শাড়ী

দেখে মানুষ বুঝলো আবার

দাদার দেশে তোমার নাড়ী।

-

দেশ বিজয়ে নয় খুশি তাই

বক্তৃতাতে করছো গালাগালি

দাদার পতাকা পরে কেন

বিজয় দিবসে করলে দালালি?

-

সত্য প্রকাশ করলো তারেক,

বললে তাকে জানোয়ার

দাদার পতাকা জড়িয়ে বুকে,

দিল করেছো আনোয়ার।

-

আর কত কাল দেখাবে তুমি,

দাদার প্রেমের এমন খেলা

দাদার দেশের পতাকা পরে

দেশের পতাকা করলে হেলা।

-

তারেক জিয়ার তথ্যমতে

বাবা রাজাকার তুমি তাহলে কি?

তোমার পরিচয় পেয়েছে জনগণ

তাইতো বলছে ছি ছি ছি।

১৮/১২/২০১৪

বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295621
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০২:১৭
সামসুল আলম দোয়েল লিখেছেন : ভালো লাগলো
295632
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৫৮
বাজলবী লিখেছেন : তাইতো বলছে ছি ছি ছি।সুন্দর লিখেছেন
ধন্যবাদ।
295634
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:০৯
sarkar লিখেছেন : সরকার প্রধান হিসেবে এটা দেশের সাথে বেঈমানি করা হয়েছে।আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
295653
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:১৭
Sada Kalo Mon লিখেছেন : চেতনা যদি উল্টা দিকে ঠ্যলে তাহলে কি করার থাকে! এর চেয়ে আর কত নিচু মন-মানসিকতার হলে এই আকামটি করা যায়!! নিজের দেশের পতকা গায়ে না দিয়ে নানার দেশের পতকা গায়ে দিছে!ছি ছি ছি ছি..।

295654
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৯
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : এটা জামাত শিবিরের চক্রান্ত!!! Chatterbox
তদন্ত কমিটি গঠন করা হোক..... Shame On You
295686
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Thinking? Thinking? Thinking?

এটা বোধহয় উপহারেরর!!!!
295710
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৯
হতভাগা লিখেছেন : ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File