নিঃশব্দে রেখে যাওয়া স্মৃতিটুকু...

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ১৯ ডিসেম্বর, ২০১৪, ০১:১১:২৩ রাত



প্রতি বছর ক্রিসমাস ভ্যাকেসন উপলক্ষে স্কুল ছুটির আগে আফনানদের স্কুলে পার্টি হয়। মূলত এই প্রোগ্রামে ওদের পুরো ক্লাসের সব বাচ্চারা মিলে সম্পূর্ন প্রোগ্রামটি পরিচালনা করে। গত বছর ওরা Pinocchio অভিনয় করেছিলো! ছোট ছোট বাচ্চারা মিলে মজার মজার কথায় অসাধারন অভিনয় করেছিলো! এ বছর আমি যখন আমার পুত্রকে জিজ্ঞেস করলাম, এ বছর তোমরা কি অভিনয় করতে যাচ্ছো? সে দুষ্টু হাসি হেসে বলেছিলো, এটা টপ সিক্রেট, বলা যাবেনা, শুধু অনুষ্ঠানেই এসে দেখতে পারবে! আমিও অপেক্ষার প্রহর গুনছিলাম কি হয় দেখার জন্য!

যথাসময়ে অনুষ্ঠান শুরু হলো! সব বাচ্চারা সাদা শার্ট আর জিন্স পরা ছিলো! ঝকঝকে আলোয় সাদা শার্টে বাচ্চাগুলোকে অদ্ভুত সুন্দর লাগছিলো!

প্রথম পর্বে ছিলো রেসিপি তৈরি! ওরা অভিনয় করে দেখিয়েছিলো কিভাবে কেক বানাতে হয়! যখন বলল ময়দা, অনেক গুলো বাচ্চা হুরমুড় করে এসে ময়দা ময়দা স্লোগান দিয়ে এবং নির্দিষ্ট জায়গায় বসে পড়লো, যখন বলল ডিম- মেয়েরা সুন্দর করে ঘুরে ঘুরে গোলকার ভাবে ড্যান্স করলো, যখন বললো বাটার- একটা স্লো মোশনে ব্রেক ড্যান্স দিলো কিছু বাচ্চা, যখন বলল চিনি- কিছু বাচ্চারা এসে ডিগবাজি দিলো( মিস্টি খেলে কি আসলেই ডিগবাজি আসে? Thinking?) তারপর বেকিং পাউডার বললে- কিছু বাচ্চারা জাম্পিং শুরু করলো! তারপর মিক্সচার প্রক্রিয়ায় সবাই মিলে ফুলকলির মতোন ফুটে উঠে কেক বানানো দেখালো! এক কথায় দৃশ্যটি চমৎকার!

২য় পর্ব ছিলো সারপ্রাইজ কুইজ!

এ বছর বাচ্চারা ক্লাসে পুষ্টিকর খাবার সম্পর্কে পড়াশোনা করেছে। সব বাচ্চাদের বলা হয়েছিলো ওদের ফেভারেট ডিশ এর নাম বলতে, তারপর সবাই বেশ বড় করে বিভিন্ন কালার ব্যবহারের মাধ্যমে সবার পছন্দের খাবারের ডিজাইন করেছিলো এবং ছন্দে ছন্দে সেই খাবারে বর্ননা তৈরি করেছিলো! আমরা অভিভাবকরা এর কিছুই জানতাম না! ওদের ক্লাসের একটি মেয়ে উপস্হাপনা করে ছন্দে ছন্দে যখন খাবারটির কথা বর্ননা করছিলো, আমাদের অভিভাবকদের দায়িত্ব ছিলো সঠিক খাবারটির নাম বলা! যখন সঠিক নাম বলা হতো মূল স্টেজে পছন্দের খাবারওয়ালা তার ডিজাইন করা পছন্দের খাবার নিয়ে হাজির হতো! ছোট ছোট বাচ্চরা যখন মাথার উপর ডিজাইন করা খাবার নিয়ে আসছিলো খাবারের ডিজাইনের চাইতে বাচ্চাদেরকেই লোভনীয় খাবার মনে হচ্ছিলো! এক অসাধারন আবেগময় অনুভূতির সঞ্চারন ঘটে যাচ্ছিলো উপস্হিত প্রতিটি মানুষের মাঝে!

অনুষ্ঠান শুরু হওয়ার সময় ছিলো বিকাল ৪:৩০মিনিট! যেহেতু আমাদের মাগরিব হয় ৪:৩৬ মিনিটে তাই সালাত আদায় করে যেতে হয়েছিলো আমাকে। ফলাফল যা হলো গিয়ে দেখি সামনের দিকের বেন্চ গুলো আর একটাও খালি নেই! আর ভীড় ঠেলে সামনে দাঁড়ামোর ইচ্ছে করেনি! পিছনের সারিতে বসে বকের মতোন গলা উঁচু করেও অনুষ্ঠানের অনেক কিছুই দেখতে পারিনি কারন আমার সামনে এরকম বহু গলা উঁচু করা অভিভাবক ছিলেন! আফনানকে যখন দেখলাম ওর মাথায় ছিলো স্যামন ফিস ডিজাইন! সামন্য ভাবনায় পড়ে গিয়েছিলাম, কারন আমার পুত্র কখনোই মাছ খায় না! ওর পছন্দের সব খাবার হলো পিজ্জা, চিকেন ফ্রাই, লাসানিয়া, মাংস! মনে মনে ভাবলাম হয়ত টিচাররা ঠিক করে দিয়েছিলেন ওরটা! অনুষ্ঠান শেষে সব অভিভাবকদের পক্ষ থেকে হালাকা খাবারের আয়োজন করা হয়! এ সময় যখন আমি ওর টিচারকে দেখলাম তখন জিজ্ঞাস করতেই উনি বললেন, সব বাচ্চাদের যখন বলা হলো পছন্দের খাবারের নাম বলতে, তখন আফনান বলেছিলো, ও কি ওর বোনের ফেভারট ডিশের নাম দিতে পারবে কিনা? আর শুধু আফনানই একমাত্র ছেলে যে নিজের ফেভারট ডিশের নাম না দিয়ে বোনের ফেভারট ডিশের নাম উল্লেখ করেছিলো! আমি যখন শুনলাম, জানি না কেনো , কোথা থেকে সমুদ্রের ঢেউয়ের মতোন চোখ থেকে পানি বের হওয়া শুরু হলো! ছোট ছেলেটাকে অনেক বড় মনে হলো! মনে হোল ওর ভালোবাসার গভীরতায় হয়তো আমি, আমরা এমনকি ওর বোনও পৌঁছতে পারেনি!

আমার ছেলেটা ওর বোনকে এতই ভালোবাসে ওর নিজের এত গুরুত্বপূর্ন অনুষ্ঠানে অসংখ্য মানুষকে সে তা নিরবে জানিয়ে দিয়েছে, ভালোবাসার অনুভূতি কি জোড় করে আদায় করা যায়? কাউকে বলে কয়ে করানো যায়?

এ যে এক নিঃস্বার্থ ভালোবাসা!



ছবি কৃতজ্ঞতা- আফরোজা হাসান।

বিষয়: বিবিধ

১৫৩২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295604
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১৭
অবাক মুসাফীর লিখেছেন : Happy maasha'allah....
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
239270
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!অনেক অনেক শুকরিয়া আপনাকে!Good Luck
295612
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৩১
আফরোজা হাসান লিখেছেন : পারিবারিক বন্ধনগুলোতে ভালোবাসার উৎপত্তি আসলে আপনা থেকেই হয়! পরিবারের সদস্যদের মধ্যে বিদ্যমান ভালোবাসার প্রভাবে প্রভাবিত হয় শিশুরা! ভালোবাসার সংস্পর্শে বেড়ে ওঠা শিশুদের মনের ভেতরে ভালোবাসাটা অনেকটা স্বভাবজাত! শিখিয়ে, পড়িয়ে, বুঝিয়ে বা শুনিয়ে অন্যান্য অনেককিছু হলেও ভালোবাসা কখনোই হয় না! ভালোবাসার জন্ম হয় ভালোবাসার কারণেই......... Love Struck

আফনান আর সারার জন্য অন্নেক আদর, দোয়া ও ভালোবাসা রইলো। আমার নিজের মনের ভেতরও ছলকে উঠেছে আবেগের ঢেউ। মনে চলে গিয়েছে অতীতে! আমার গলার অপারেশনের পর এক সপ্তাহ সলিড কিছুই খেতে পারিনি। সেই এক সপ্তাহ আমার পাঁচ ভাইয়াও আমার সাথে শুধু লিকুইড খাবার খেয়েছিলেন! Angel Angel Angel


১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
239271
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম প্রিয় আপুনিLove Struck ! আমার মনে হচ্ছিলো এতো সুন্দর ভাবে ভালোবাসার বহি:প্রকাশ আমি নিজেও কখনো করিনি! আমার ছোট ছেলেটার তার বোনের প্রতি ভালোবাসা আর মায়া দেখে সত্যি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসছিলো প্রভুর নিকট!আল্লাহ ওদের উত্তম হেফাজত করুনPraying !

তোমার চমৎকার অনুভূতির জন্য আন্তরিক শুকরিয়া আপু!তোমাদর সব ভাইয়া আপুদের জন্য দোআ ও শুভকামনা রইলো!Love Struck Happy Angel Praying
295613
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৩৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
239272
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! অনেক অনেক শুকরিয়া আপনাকেPraying
295628
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:১২
আফরা লিখেছেন : ভাই বোনের ভালবাসা তার কি তুলনা হয় । অনেক ভাল লাগল আপু বাচ্চাদের অনুষ্টানের বর্ণনা ।
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
239274
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপু!আসলেই ভাইবোনর ভালোবাসার কোন তুলনা হয় না!সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য আন্তরিক শুকরিয়া তোমাকেLove Struck Praying Angel
295664
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৪
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আপুনি, তোমার লিখা পড়ে আমার ভাইয়ার কথা মনে পড়ে গেল!! আসলেই ভাই-বোনের বন্ধনে আল্লাহ্‌ সুবহানুতা'আলা কি যে এক মায়া সৃষ্টি করে দেন! সুবহান আল্লাহ্‌!

আমাকে যে কাঁদিয়েই ছাড়লে আপুজি !! তাও এ আবেগের, সুখের কান্না যার ঢেউয়ে ঢেউয়ে মন পরিষ্কার হয়ে যায়!

আল্লাহ্‌ তা'আলা আমার আপুনি এবং তার পরিবারকে হিফাজয় করুক.। আমিন আমিন আমিন Praying Praying Praying Praying Good Luck Rose Rose Rose

১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
239275
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপিয়া! আমিও এতো আবগে আপ্লুত হয়ে পড়েছিলাম বেশিক্ষন অনুষ্ঠানে থাকা হয় নি আর!আমার ছেলে তো খালি আমার চেহারার দিকে তাকাচ্ছিলো ার ভাবছিলো আম্মুটা কন এতো কাঁদছে? আালহামদুলিল্লাহ!

তোমার সুন্দর দোআটিতে আমীন! এবং তোমাদর জন্যও অনুরুপ দোআ আপিয়া! ফি আমানিল্লাহ!Love Struck Praying Angel Good Luck
295665
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
শারিন সফি অদ্রিতা লিখেছেন : তার পরিবারকে "হিফাজত" করুক।

ইশ কেন যে ব্লগে ফেসবুকের মতন বানান ঠিক করার এডিটিং সিস্টেম নাই !!
I Don't Want To See Crying
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
239277
সাদিয়া মুকিম লিখেছেন : আমি বুঝে নিয়েছি আপু! আসলেই এডিটিং সিস্টেম থাকলে খুব ভালো হতো!Angel
295677
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহ্‌ বেশ ভালোতো! নিজের পছন্দের তালিকার স্থানে বোনের পছন্দকে স্থান দেয়া। চমৎকার। এভাবেই ওরা একদিন আরও বৃহৎ ত্যাগ করতে শিখবে! Praying Praying Praying
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
239278
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! আপু আপনারা ভালো আছেন? আদরের কন্যাগন কেমন আছে? ওদের জন্য আদর ও দোআ রইলো! ফি আমানিল্লাহ!Love Struck Angel Praying
২০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪১
239344
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি এবং আমরা ভালো আছি।Praying Praying Praying
295689
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose Rose Cheer Cheer Cheer ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
239279
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! অনেক অনেক শুকরিয়া আপনাকে!Praying Angel
295808
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম।
আপু এত খাওয়া দাওয়ার নাম শুনলাম এখন অন্য বিষয় চিন্তা করার টাইম নাই।
Happy Happy Happy Happy আমার খাওয়াতো ভাইটা কই গেলোরে? Rolling on the FloorRolling on the FloorRolling on the Floor
আপু আপনার বাসায় আমার মামাটার প্রিয় খাবার গুলো সাবার করার দাওয়াত রইলো কিন্তু Happy Happy Happy
২০ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২৯
239311
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ!এই পোস্টে কি শুধু খাওয়ার কথাই লিখা হয়েছে?Crying আর কিছু লিখা হয়নি?Crying

অবশ্যই দাওয়াত কবুল করা হইলো!ভাগ্নে আবার পাশে কাউকে নিয়ে খেতেই ভালবাসে!Happy

অনেক দোআ ও শুভকামনা রইলোPraying
১০
295848
২০ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৩
বৃত্তের বাইরে লিখেছেন : ইশশ.. ভাই-বোনের ভালোবাসা কত্ত সুন্দর ই না হয়! ছোট্ট বাবুটার এত বুদ্ধি মাশাআল্লাহ। আপু আপনার আনন্দাশ্রুর ঝিলিকগুলো অনুভব করতে পারছি। এভাবেই মায়ের চোখের তারা হয়ে আরো অনেক দূর এগিয়ে যাক Love Struck দোয়া রইলো, আদর আর এত এত ভালবাসা রইলো Love Struck Good Luck Star


খালামনির পক্ষ থেকে আফনানের গিফট। বলা যাবেনা কি আছে....সিক্রেট Don't Tell Anyone Happy
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
239427
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। আপুরে আমি আমার মনের ভাব বুঝাতে পারব না, আমাকে এতোই নাড়া দিয়েছে বিষয়টা ...মন হচ্ছে আমি নতুন করে শিখছি আত্নত্যাগের নিঃস্বার্থ ভালোবাসা...

এত চমৎকার দোআয় আন্তরিক আমীন!Praying

আফনানকে ডেকে দেখিয়েছি গিফট, আপনাকে জাযাকিল্লাহ বলেছে এবং সে বলেছে ভিতরে চকলেট আছেLove Struck

আন্তরিক দোআ ও শুভকামনা রইলো আপনার জন্য! Love Struck Praying Happy Good Luck
১১
295900
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
ভিশু লিখেছেন : অনুষ্ঠানগুলো যেমন মজার, তেমন শিক্ষারও। আর আমাদের সব স্কুলে আজকাল শুধু আজেবাজে নাচগানের আয়োজনই করা হয়ে থাকে। বাংলাদেশীরা উন্নতদের খারাপটা অনুকরণে যতোটা ঝাঁপিয়ে পড়তে ওস্তাদ, ভালোটা গ্রহণে তারচেয়েও অনেক বেশী অনাগ্রহী। খুউব ভালো লাগ্লো মজার অনুষ্ঠানটি। সেইসাথে ছোটবোনের প্রতি আফনান সোনামণির ভালোবাসার বহিঃপ্রকাশটিও বেশ প্রশংসনীয় এবং উপভোগ্য। আমাদের ছোটবোন নেই, থাকলে দ্যাখায়া দিতাম...Sad
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
239434
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। অন্নেক দিন পর ভাইয়ার কমেন্ট পেলাম আলহামদুলিল্লাহ!Happy

যখন থেকে এখানকার স্কুলে যাওয়া আসা শুরু করেছি ওদের প্রায় প্রতিটি জিনিষ আকর্ষনীয় লেগেছে যা একদিকে শিক্ষনীয় অন্যদিকে বিনোদনের যথেষ্ট খোরাক যুগিয়েছে! আমাদের দেশে এভাব শিক্ষনীয় কাজ গুলো করলে পারলে খুব ভালো হতো! শুনেছি কিছু প্রাইভট স্কুলগুলোতে নাকি একটু একটু করে শুরু হচ্ছে কাজ!

ওহ, ভাইয়া! আফনান ছোট! ওর বোন ওর থেকে ৬ বছরের বড়Don't Tell Anyone ! এজন্যই আমাকে খুব বেশি নাড়া দিলো, কারন ওর পাজি বোনটা ভালোবাসা প্রদর্শনে খুব্বি হাড় কিপ্টুসWorried

অসংখ্য শুকরিয়া আপনাকে! শুভকামনা ও দোআ রইলো! আল্লাহ আপনাকে অন্নেক ভালো রাখুন, হিফাজত করুন!Praying Good Luck
১২
295917
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামুআলাইকুম!
ভালো লাগলো নিরব ভালোবাসার অনুভুতি।
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
239437
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

আন্তরিক শুকরিয়া অনুভূতি ও উপস্হিতির জন্য! শুভকামনা ও দোআ রইলো আপুর জন্যPraying Love Struck Good Luck
১৩
295928
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ভালোবাসার ছোট্ট একটু প্রকাশও মনকে কেমন ছুঁয়ে যায়... Love Struck আমার বোনের দেয়া এমন অসংখ্য নীরব মুহুর্তে সাজানো আমার জীবন। Big Hug তাই বুঝতে পারি কেমন সুখানুভূতির ঢেউ তোলে এমন মুহুর্ত গুলো। Angel অনেক অনেক দোয়া রইলো আপু সারা ও আফনানের জন্য। Praying Praying
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
239440
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুমLove Struck । ঠিক বলেছো আপু আর তা যদি হয় নিঃস্বার্থ ভালোবাসা! তোমাদের দুই রত্নের কথা আরকি বলবLove Struck !যত জানি ততই মুগ্ধ হইLove Struck !

অনেক দোআ ও শুভকামনা তোমাদের জন্য, খেয়াল রেখো নিজের দিকে! ব্যস্ততার মাঝেও উপস্হিতির জন্য আবারো শুকরিয়াPraying Love Struck Angel Good Luck
১৪
296091
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম........শ্রদ্ধেয়া আপুজ্বি। আপনার অসাধারন হাতের ছোঁয়ায় লিখাটি এতো আবেগময় ও মর্মস্পর্শী হয়েছে যে বারে বারে কেবলিই আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আমার ছোটবেলার অনেক মধুময় মুহূর্তের স্মৃতিতে ভেসে যাচ্ছি চোখের জলে। আসলেই ভাইবোনের রক্তের বন্ধন অতুলনীয় অনন্য। এর সাথে পৃথিবীর অন্য কোন কিছুর তুলনা হয় না।
সোনামণি আফনান ও সারার জন্য অন্নেক অন্নেক আদর, দোয়া, ভালোবাসা আর শুভেচ্ছা রইলো। পরম দয়াময় ওদেরকে দু’জনকেই পরিপূর্ণ এলেম দান করুণ এবং দুনো জগতের কামিয়াবি অর্জনের তৌফিক দিন। আমীন।
আপুজ্বি আপনি ভালো আছেন তো?
আপনার সুন্দর অনুভূতিমাখা লিখাটির জন্য জাজাকাল্ললাহু খাইর।
Rose Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Rose Rose
২২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
239986
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুমাসসালাম ওয়া রহমাতুল্লাহ! মন ছুঁয়ে যাওয়া অসাধারন ভালোলাগাময় মন্তব্য ও উপস্হিতির জন্য আন্তরিক শুকরিয়া আপুজ্বি। চমৎকার দুয়াতে আমীন! আপনাদের জন্যও অনুরুপ!Love Struck

আলহামদুলিল্লাহ! আমরা সবাই ভালো আছি!Happy

আপনাদের সবার জন্য দোআ ও শুভকামনা রইলো!Love Struck Praying Happy Good Luck
১৫
296107
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২২
প্রবাসী মজুমদার লিখেছেন : সংস্কৃতিমনা অন্য এক সাদিয়া মুকিমকে দেখে ভাল লাগল। বাচ্চাদের নিয়ে কাজ করার মজাই আলাদা। ধন্যবাদ।
২২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
239988
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! আপনার উপস্হিতি ও মন্তব্য সত্যি অনেক আনন্দের শ্রদ্ধয় ভাইয়া! অনেক শুকরিয়াPraying Good Luck
১৬
296361
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ! আল্লাহ ভাইবোনের এই ভালোবাসাকে অটুট রাখুন Love Struck Love Struck Love Struck Praying Praying Praying
একটু আগে আমি একটা পোস্ট দিলাম, ঘটনা প্রায় একই রকম Thinking? Time Out
এখন মনে হচ্ছে আমরা মায়েরা মনে হয় আমাদের বাচ্চাদের নিয়েই বেশী ভাবি। তাই অন্যকিছু লিখতে বসেও এইসব খুঁটিনাটিই মনের মাঝে উথলে ওঠে Love StruckLove StruckLove Struck
২২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
239990
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! আন্তরিক এই দোআতে আমীন! আপনাদের জন্য অনুরুপLove Struck

দিন যতই যাচ্ছে ওদের নিয়ে চিন্তাভাবনা ততই ঘনীভূত হচ্ছে আপু! তবে আমার কন্য বলেছে ওদের নিয় ভাব জনসমক্ষে লিখে আমি নাকি ওদের প্রাইভেসী নষ্ট করছিSurprised

রাদিয়া রিহামের জন্য অনেক দোআ, আদর ও শুভকামনা রইলো!

আপু সামনের লম্বা ছুটিতে আপনার লম্বা লম্বা লিখা চাই কিন্তুLove Struck Don't Tell Anyone Angel Love Struck Praying
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:০৭
240091
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Happy
আমার কন্যারও ধারণা ওদের প্রাইভেসী নষ্ট করা হচ্ছে Tongue
অপেক্ষায় আছি সেই সময়ের যখন ওরা ওদের বাচ্চাদের নিয়ে লিখবে। Winking তখন ধরব খপ করে Don't Tell Anyone
২৩ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
240203
সাদিয়া মুকিম লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Praying Angel Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File