লাল-সবুজের পতাকা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৪ ডিসেম্বর, ২০১৪, ০২:৫৯:১৯ রাত



লাল-সবুজের পতাকা

যারা উড়ালো দেশে

অস্ত্র হাতে যুদ্ধে গেল

দেশকে ভালবেসে।

-

লড়াই করলো রণাঙ্গনে

বিলিয়ে দিল প্রাণ

শ্রদ্ধার সহিত স্মরণ করি

তাঁদের অবদান ।

-

কৃষক-শ্রমিক-মজুর-কুলি

আমরা এক জাতি

নয় ভেদাভেদ একজাতি দেশ

পরস্পরের জ্ঞাতি ।

-

কাপুরুষ ভীরু নই;

আমরা বিজয়ী রণবীর

ত্রিশ লক্ষ প্রাণ দিয়েছি

নোয়াইনি তব শির।

-

লাল সবুজের পতাকা নিয়ে

গর্ব করি তাই

দুর প্রাবাসে থেকেও আজ

দেশের গান গাই।

১৩/১২/২০১৪

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294120
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪০
হতভাগা লিখেছেন : আমার কাছে এই পতাকাটা ভাল লাগে


294147
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৪
আব্দুল গাফফার লিখেছেন : \ লাল সবুজের পতাকা নিয়ে

গর্ব করি তাই

দুর প্রাবাসে থেকেও আজ

দেশের গান গাই।
খুব ভালো লাগলো , অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File