সেই হাত
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৪ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৯:৩১ রাত
সেই হাত
এই সেই হাত—
যে হাত একদা ছিল
আমার দু হাতের মুঠিতে।
যে হাত রেখেছিল আমার হাতে,
পরম মমতা ও নির্ভরতার প্রতীক ভেবে।
আজ সময় গড়িয়েছে
বদলে গেছে দুজনের মাঝে
সম্পর্কের মানচিত্র বুঝে!
সেই একই হাত----
আজ আমি দেখি
সোনালি চুড়ি , মেহেদীর
রঙে রাঙানো
লাল পেড়ে শাড়িতে
রাঙ্গা বধূর বেশে।
১৩-১২-১৪ইং
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন