ধর্ষণ সমাচার

লিখেছেন লিখেছেন সাইমুম হাবিব ১৪ ডিসেম্বর, ২০১৪, ০২:১১:৫৩ রাত



১। আজকাল কিছু কিছু নিউজ দেখে আবাক হয়ে যাই। কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজ আর সভ্যতা, লাজ-সরমের কথা আর কি বলবো, আর ধর্মীয় আনুশাসন নয়তবা বাদই দিলাম। কারন এদের কাছে ধর্মই যেখানে কিছুনা সেখানে ধর্মীয় আনুশাসনের কথা বলে কি লাভ? ক্রিকেটার রুবেল আর তাঁর তথাকথিত প্রেমিকার কথা বলছিলাম। কি সুন্দর নাম! নায়িকা হ্যাপি! বেয়াদব কি সুন্দর করে মামলা করলো, তাঁকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেছে!! এখন ক্রিকেটার রুবেল নাকি বিয়ে করতে রাজি নয়। বাহ...কি স্মার্ট মেয়েরে বাবা!! যদি বিয়ে করতে রাজি হতো, তাহলে এই মমলা না করে তাহা হতো আভিসার!! নষ্টা, দুশ্চরিত্রা, কুলাঙ্গার। তাও আবার কি সুন্দর জবানবন্ধি, আমাকে তাঁর বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ঝাড়ু পেটা করা উচিত তোর মতো নষ্টা, দুশ্চরিত্রা মেয়েকে। কেন গিয়েছিছ নষ্টা মেয়ে তুই তাঁর বাসায়??

২। কিছু দিন আগে অনেক গুলি নিউজ পোর্টালে দেখলাম, মডেল মোনালিছা নাকি এখন আমিরিকায় সেলসম্যানের জব করে। দেশের মোনালিছা ভক্তদের জন্য হতাশাজনক হলেও আমরা যারা ইউরোপ বা উন্নত দেশগুলিতে থাকি তাদের জন্য কিছু যায় আসেনা। যাক কথা সেটা না, আসি আসল কথায়, আমাদের এই মডেল নাকি মামলা করেছে তাঁর স্বামীর বিরুদ্ধে, সেটাও ব্যাপার না, পেয়ার কমে গেলে করতেই পারেন কিন্তু মজার বিষয় হল, নিজের স্বামীর বিরুদ্ধে করেছেন তিনি ধর্ষণ মামলা!! তাহার স্বামী নাকি তাহাকে ধর্ষণ করিয়াছে!! হায়রে দুনিয়া, এইসব নষ্টাদের ভিড়ে তাইতো দেখি অনেক ভাইরা শাদি মোবারক করিতে ভয় পান।

পরকীয়া!! তাকি আর বলে শেষ করা যাবে? অনেক সময় ভেদাভেদ ভুলেও পরকিয়ায় জড়িয়ে পড়ছে কিছু নষ্টা, দুশ্চরিত্রা এইসব মেয়ে জাতির কলঙ্কগুলি। এই সব নষ্টা, দুশ্চরিত্রার কাছে স্বামীই কি আর সন্তানই বা কি?? নষ্টামি আর ভণ্ডামিতো এই সব দুশ্চরিত্রা মেয়েদের পেশা।

যথাযথ ধর্মীয় শিক্ষা এবং পরিবার থেকে সঠিক নৈতিক শিক্ষার আভাবই এইসব নষ্টা, দুশ্চরিত্রা তৈরি হওয়ার জন্য দায়ি। আল্লাহ আমাদের সবাইকে এইসব নষ্টা, দুশ্চরিত্রাদের থেকে হেফাজত করুন। আমীন।।



বিষয়: বিবিধ

৩২৪২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294080
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:১৪
সমাধান লিখেছেন : আমিন
294082
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৪৩
হাকালুকি লিখেছেন : উনিতো সেচ্ছায় ধর্ষিতা হয়েছিলেন...তখন তো কোন অভিযোগ করেননি .।
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১০
237822
সাইমুম হাবিব লিখেছেন : Happy Happy
294094
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:১০
কাহাফ লিখেছেন :
সমাজের যতসব নষ্টের মূল হল কথিত এইসব দুশ্চরিত্রা নারী! স্বার্থের প্রয়োজনে কত কিছু করে আবার একটু এদিক-ওদিক হলেই ধর্ষণ-নারী নির্যাতন কত কিসিমের মামলা ঠুকবে!
নিজে ধর্ষিতা হওয়ার রসালো কাহিনী বলবে!
শত ধিক,,,,,,,,,,,,,,,
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১১
237823
সাইমুম হাবিব লিখেছেন : ১০০% সঠিক বলিয়াছেন
Happy Happy
294124
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০০
হতভাগা লিখেছেন :


এসব জিনিস মিউচ্যুয়ালীই হয়ে থাকে । উইন-উইন সিচুয়েশনে কেউ চিল্লাফাল্লা করে না । ছেলেরা পরাজিত হলেও কোন রা করে না । যদি মেয়েরা এতে বিন্দুমাত্র লুজার হয় তখনই চিল্লাফাল্লা শুরু করে দেয় ।

এই নায়িকার নাম কোন কালেও শুনি নাই । এদের ধান্ধা হল নামকরা কাউকে নিয়ে কাহিনী করে নিজেকে লাইম লাইটে নিয়ে আসা।

তার হাতে মনে হয় কোন ছবি নেই , তাই পরিচালকদের নজর কাড়তে এইসব কাহিনী ফেঁদেছে । এতে যদি দুই-একটা ছবি আসে তাতেই তার ভাগ্য খুলে যাবে।
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১১
237824
সাইমুম হাবিব লিখেছেন : Good Luck Good Luck Love Struck Love Struck
294142
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৮
বেআক্কেল লিখেছেন : আমনে যেই ভাবে পোষ্টাইছেন, যদি ললনা নারী মুক্তিযুদ্ধের কণ্যার চোখে আমনের পোষ্ট পড়ে তাইলে কিন্তু খবর আছে। আর তাসলীমা চাচির নজরে পড়লে তো তিনি গোস্বা কইরা এইবার ১৫ বছরের ছোকড়ারে বিয়া কইরা ছারবে।
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
237825
সাইমুম হাবিব লিখেছেন : যথার্থই কহিয়াছেন মহাশয়Love Struck Love Struck
294259
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
সাইমুম হাবিব লিখেছেন : http://www.jugantor.com/current-news/2014/12/14/189582#sthash.WDkixXA8.gbpl
ধর্ষণ ধর্ষণ খেলা থেকে এখন বিয়া বিয়া খেলা
294260
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
294262
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২১
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : এই পতিতা হ্যাপিকে তো কতজনই ভোগ করেছে আর এই মেয়েও মজা লুটেছে এটা ধর্ষন হয় কিভাবে?
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫৫
237964
হতভাগা লিখেছেন : http://www.amardeshonline.com/pages/details/2014/12/15/262538
297000
২৫ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩৭
সাইমুম হাবিব লিখেছেন : বাহ!!পরীক্ষায় হ্যাপির একাধিকবার শারীরিক সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। তবে এগুলো অনেক পুরনো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হ্যাপিকে বলা হয়েছে ‘মাল্টিগামি’।
http://www.bdmonitor.net/newsdetail/detail/200/104522

২৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
240534
হতভাগা লিখেছেন : http://www.amardeshonline.com/pages/details/2014/12/25/263114#.VJt4TTm4Jg

আমি সবসময়ই বলি , এই সব ঘটনা মিউচ্যুয়ালিই হয়ে থাকে । শুধু শুধু আমরা ছেলেটাকেই দোষী বলি চোখ বন্ধ করে ।

এরকম এক চোখা মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File