ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ড ও কিছু কথা
লিখেছেন লিখেছেন সাইমুম হাবিব ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:০৬:০৮ রাত
মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় কে টিএসসি মোড়ে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। কোন হত্যাকাণ্ডই সমর্থন যোগ্য নয়। হউক সেটা তথাকথিত ক্রসফায়ারের নামে নিরাপরাধ মানুষ হত্যা কিংবা পুলিশ বেষ্টনীর মধ্যে বা পুলিশের চোখের সামনে কাউকে হত্যা করা - হউক সে মুক্তমনা বা হউক সে আমার মত বদ্ধমনা!! যদিও মুক্তমনা বলতে আসলে কি জিনিস আমি জানি না। যদি মুক্তমনা বলতে আল্লাহ বা অন্য ধর্মের অনুসারীদের মতে তাদের নিজ নিজ সৃষ্টিকর্তাকে অস্বীকার করা হয় বা ধর্মীয় অনুশাসনের প্রতি অবজ্ঞা করা হয় তাহলে সেই মুক্তমনা (মূলত নাস্তিক) দেরকে আমি থুতু মারি। মুক্তমনা ব্লগের মাধ্যমে মূলত তারা ইসলাম, ইসলামিক অনুশাসন এমনকি মহাগ্রন্থ আল কুরআনকেও সমালোচনা করে থাকত। (নাউযুবিল্লাহ) যদিও কিছু জ্ঞান পাপিদের কাছে ইসলামের সমালোচনা করলে সেটা হয় ‘মুক্তমনা’ আর যখন অন্য ধর্মের সমালোচনা করা হয় তখন সেটা ‘সাম্প্রদায়িকতা’!!
এই মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়ে আমার মনে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। একুশের বইমেলার কারণে টিএসসি মোড়ে ছিল বিপুল মানুষের সমাগম। চারপাশ ঘিরে ছিল তিন স্তরের পুলিশের নিরাপত্তাবেষ্টনী। এ রকম কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে ব্লগার অভিজিৎ রায় কী করে খুন হলেন এবং খুনিরা কী করে নির্বিঘ্নে পালিয়ে গেল, তার কোন উত্তর আমি খুঁজে পাচ্ছিনা। আরেকটি বিষয় মাথায় ধরে না, যেখানে জামাত-বিএনপি বা হেফাজত দমনে এতো দক্ষ আমাদের ঢাকার পুলিশ বা আইন শৃঙ্খলার ভাইরা, যাদের ভয়ে ভিন্ন মতের কারোর নাকি রাস্তায় নামাতো দুরের কথা টু-শব্দও করার সাহস নাকি নাই- এই আইন শৃঙ্খলার ভাইরা কেন মুক্তমনাকে হত্যাকারীদেরকে দমন করতে পারলনা??? যাই হোক অনেক অনেক প্রশ্ন, কাকে করবো ?? কে ই বা দিবে উত্তর!!! দেশটাতো চলছে এক হিরক রাজার নির্দেশে। সেতো পারে সব কিছুই বন্ধ করতে এমনকি দিনের পর দিন মানুষের খাবারও!!! কিন্তু কেন পারলোনা এই মুক্তমনা বা তার দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাকে হত্যা করা বন্ধ করতে??? নাকি এক ঢিলে অনেকককককক ...... পাখি মারার আশা??? তাহলে কি অভিজিৎকে বাছাই করার পেছনে এমন কিছু বিষয় কাজ করেছেঃঃ
১) হিন্দু- মুক্তমনা এই ব্লগার নাস্তিক হলেও তার হিন্দু নামটি পাশের দাদাদের উস্কে দেওয়ার জন্যে যদি কাজে লাগে। কারন দাদাদের সাম্প্রতিক মতিগতি নিয়ে নাকি সরকার খুব দুশ্চিন্তায়।
২) আমেরিকান নাগরিক - তার হত্যাকান্ডে জঙ্গীবাদের কার্ডটি যদি জমানো যায়। কারন জাতিসংঘ, আমেরিকা আর ইউরোপিয়ান ইউনিয়ন নাকি সরকারের ঘুম হারাম করে দেয় মাঝে মাঝে বিবৃতি দিয়ে আর চিঠি পাঠিয়ে...
৩) ইসলাম বিদ্বেষী ব্লগার- এই ধরনের ব্লগার নিহত হলে তা সহজেই ইসলামপন্থীদের ঘাড়ে চাপিয়ে দেয়া যায়......
৪) বিএনপি-জামাত জোটের আন্দোলনের দিক থেকে যদি মানুষের দৃষ্টি সরানো যায় ইত্যাদি ইত্যাদি...
যাইহোক, আগেই বলেছি কোন হত্যাকাণ্ডই সমর্থন যোগ্য হওয়ার প্রশ্নই আসেনা। কিন্তু দুঃখ লাগে যখন দেখি কিছু বন্ধুদের, যাদের অন্য কোন হত্যাকাণ্ড নিয়ে কোন মাথা ব্যথা নেই বা সমর্থনও করে থাকে কিন্তু কথিত মুক্তমনা আর থাবা বাবাদের আর তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে যাদের বস্তা পচা যুক্তির শেষ নেই দেখলে!! ভেবেছিলাম সেই সব বন্ধুদের জন্য এই মুক্তমনের অন্তরালের একজন ইসলাম বিদ্বেষীর কিছু লিখার স্ক্রীনশট দিবো কিন্তু ভাবলাম এই চুনেপুঁটিদের লিখায় শান্তির ধর্ম ইসলামের কিছুই আসে যায়না......এরা এবং এদের বস্তা পচা মতবাদ নিক্ষিপ্ত হয় ইতিহাসের আস্তাকুরে, ডাস্টবিনে আর নর্দমায়.....
বিষয়: বিবিধ
১৯৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন