তোমাকে অনেক মিস করছি "মা"

লিখেছেন লিখেছেন সাইমুম হাবিব ১০ সেপ্টেম্বর, ২০১৪, ১১:২৩:০৩ রাত



''রাব্বির হামহুমা কামা রাববাইয়ানি সাগিরা"।

**ইয়া রাব্বুল আলআমিন তুমি আমার মরহুম বাবা মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান 'জান্নাতুল ফেরদাউস' দান কর।। আমীন।।**

পৃথিবীতে সন্তানের সবচেয়ে আপন এবং সবচেয়ে কল্যাণকামী বাবা এবং মা। সারা পৃথিবীর সবাই যদি অকল্যাণ কামনা করে তখনও মায়ের কাছে তার সন্তানই "সঠিক এবং আমার সন্তানই সবার সেরা"। দুনিয়ার হীন স্বার্থের কারনে অনেক সন্তান মায়ের কাছ থেকে দূরে সরে গেলেও বা পর হয়ে গেলেও মায়ের মন থেকে সন্তান কোন দিন পর হয় না, মা পারেন না সন্তান কে মন থেকে সরিয়ে দিতে। তাইতো সকল মায়েদের হৃদয়ের প্রাথনা "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"। মনের সকল দুঃখ, কষ্ট আর যতনা সব কিছু খুলে বলা যায় শুধুই মায়ের কাছে। ইট পাথরের এই জগতটাতে সবাই পর হয়ে গেলেও সবাই ভুলে গেলেও মা কোন দিন পর হয়না.........তাইতো আমার মতো হতভাগাদের মতো যাদের মা নেই একমাত্র সেই বুঝতে পারে মায়ের আদেশ উপদেশ, শাসন আর ভালোবাসার পরশ কতোটা গুরুত্বপূর্ণ আর জীবন তরি বাইতে গিয়ে প্রতিটি ঢেউ এ ঢেউ এ কিভাবে সে তা মিস করে থাকে। জীবনের একটি কঠিন সময়ে প্রতিটি মুহূর্ত মিস করছি মা তোমাকে অনেক মিস করছি। ''রাব্বির হামহুমা কামা রাববাইয়ানি সাগিরা"। আমার মায়ের মৃত্যু দিবসে সকল প্রতি অনুরোধ.........

যারা বাবা মায়ের কাছে কিংবা দূরে, তারা একটু সময় নিয়ে তাদের সাথে কথা বলুন, একটু খোঁজ নিন তাদের, পালন করুন তাদের কথাকে। বিশ্বাস করুন, পৃথিবীতে একমাত্র বাবা-মা ই একটি কথাও বলেননা যা সন্তানের জন্য অকল্যাণকর। প্রান খুলে দূর থেকেই না হয় বলুন, "ভালোবাসি মা, অনেক বেশি ভালোবাসি তোমায়"।

বিষয়: বিবিধ

৬৩৯১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263809
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৬
আফরা লিখেছেন : 'রাব্বির হামহুমা কামা রাববাইয়ানি সাগিরা"।
263876
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৮
বাজলবী লিখেছেন : মাগো মা তোমার কথা মনে পড়ে খুজে শান্তা।
263880
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১১
বাজলবী লিখেছেন : মা গো মা তোমার কথা মনে পড়ে খুজে শান্তনা।চলে গেলে অামায় ফেলে বলে গেলে না। এ জিবনে তোমার দেখা অার পাব না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File