“কলম যোদ্ধার হাতিয়ার – গর্জে উঠুক আরেকবার”
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১০ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৫:২২ রাত
অসহিষ্ণু অবৈধ হঠকারী জুলুমবাজ সরকার সত্য ও ন্যায় প্রকাশের হাতিয়ার “কলম সৈনিকদের” কলমের ভাষা স্তব্ধ করার ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশে টুডে ব্লগের ডোমেইন ব্লক করে দিয়ে ধৃষ্টতার পরিচয় দিয়েছে। আমরা সকল সমমনা ব্লগারদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও সমস্বরে নিন্দা জ্ঞাপন করি এবং সেইসাথে তাদের ব্লক করা সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানাই।
সরকার সহিংস পন্থায় নিরীহ জনগণের রক্ত ঝরিয়ে আজ ব্লগের ময়দানে যুদ্ধের দামামা বাজাতে চায় যা অত্যন্ত ঘৃণ্য, অরুচিকর ও ন্যাক্কারজনক। সত্য ও ন্যায়ের সাহসী বীরযোদ্ধারা ও অকুতোভয় নবী মুস্তফা (সাঃ) প্রাণপ্রিয় আপোষহীন কলম সেনারা যেকোন মূল্যে এর সমুচিত জবাব দিয়ে তাদের চূড়ান্ত গন্তব্যের মঞ্জিলে পৌঁছে যাবে ইনশাল্লাহ। জাগতিক কোন শক্তি বা বর্বর কোন শাসক এই অসি যোদ্ধাদের বলিষ্ঠ শাণিত হাতিয়ার “কলম” কেড়ে নিতে পারবে না কোনদিন। এ হাতিয়ার আল্লাহ্র মহান অপরিসীম শক্তিতে ও কুদরতে কেয়ামত পর্যন্ত বলবত থাকবে ইনশাল্লাহ।
আমি একজন মুসলমান, তাই জ্ঞানতঃ এবং ধর্মতঃ একমাত্র এবং শুধুমাত্র আমার আপন প্রভুর গোলামী করি। আমি কোন দলভুক্ত নেতা বা কর্মী নই। আমি আমার ইসলাম ধর্মের এবং আমার প্রিয় নবী (সাঃ) এর অনুসারী। ধ্যানে জ্ঞানে বিপদসঙ্কুল পরিবেশে ও সর্বাবস্থায় আমি শুধু একজনেরই মুখাপেক্ষী। এ প্রাণে যতক্ষণ স্পন্দন থাকবে, অন্যায়কে কোনভাবেই মেনে নেব না। সেটা যদি হয় পরিকল্পিত, জুলুম, অযৌক্তিক ও হঠকারী। সবার মতামত, উপদেশ ও যৌক্তিক দিকনির্দেশনার প্রতি যথাযথভাবে বিনীত সন্মান-শ্রদ্ধা রেখে এবং আমার ধর্মের শিক্ষা ও নির্যাস থেকে পাওয়া উপলব্ধির নিরীখে আমার এই আজকের প্রতিবাদী পোষ্ট। কেননা শেষ বিচারের দিনে আমার কর্মের জবাবদিহিতা আমাকেই দিতে হবে। আল্লাহ্ পাক আমাদের সকলকেই যথাযথভাবে অন্যায়ের বিরুদ্ধে পরিপূর্ণ ঈমানদারীর সাথে দায়িত্ব পালনের তাওফিক এনায়েত করুণ। আমীন।
অসহিষ্ণু অবৈধ হঠকারী জুলুমবাজ সরকার সত্য ও ন্যায় প্রকাশের হাতিয়ার “কলম সৈনিকদের” কলমের ভাষা স্তব্ধ করার ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশে টুডে ব্লগের ডোমেইন ব্লক করে দিয়ে ধৃষ্টতার পরিচয় দিয়েছে। আমরা সকল সমমনা ব্লগারদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও সমস্বরে নিন্দা জ্ঞাপন করি এবং সেইসাথে তাদের ব্লক করা সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানাই।
সরকার সহিংস পন্থায় নিরীহ জনগণের রক্ত ঝরিয়ে আজ ব্লগের ময়দানে যুদ্ধের দামামা বাজাতে চায় যা অত্যন্ত ঘৃণ্য, অরুচিকর ও ন্যাক্কারজনক। সত্য ও ন্যায়ের সাহসী বীরযোদ্ধারা ও অকুতোভয় নবী মুস্তফা (সাঃ) প্রাণপ্রিয় আপোষহীন কলম সেনারা যেকোন মূল্যে এর সমুচিত জবাব দিয়ে তাদের চূড়ান্ত গন্তব্যের মঞ্জিলে পৌঁছে যাবে ইনশাল্লাহ। জাগতিক কোন শক্তি বা বর্বর কোন শাসক এই অসি যোদ্ধাদের বলিষ্ঠ শাণিত হাতিয়ার “কলম” কেড়ে নিতে পারবে না কোনদিন। এ হাতিয়ার আল্লাহ্র মহান অপরিসীম শক্তিতে ও কুদরতে কেয়ামত পর্যন্ত বলবত থাকবে ইনশাল্লাহ।
আমি একজন মুসলমান, তাই জ্ঞানতঃ এবং ধর্মতঃ একমাত্র এবং শুধুমাত্র আমার আপন প্রভুর গোলামী করি। আমি কোন দলভুক্ত নেতা বা কর্মী নই। আমি আমার ইসলাম ধর্মের এবং আমার প্রিয় নবী (সাঃ) এর অনুসারী। ধ্যানে জ্ঞানে বিপদসঙ্কুল পরিবেশে ও সর্বাবস্থায় আমি শুধু একজনেরই মুখাপেক্ষী। এ প্রাণে যতক্ষণ স্পন্দন থাকবে, অন্যায়কে কোনভাবেই মেনে নেব না। সেটা যদি হয় পরিকল্পিত, জুলুম, অযৌক্তিক ও হঠকারী। সবার মতামত, উপদেশ ও যৌক্তিক দিকনির্দেশনার প্রতি যথাযথভাবে বিনীত সন্মান-শ্রদ্ধা রেখে এবং আমার ধর্মের শিক্ষা ও নির্যাস থেকে পাওয়া উপলব্ধির নিরীখে আমার এই আজকের প্রতিবাদী পোষ্ট। কেননা শেষ বিচারের দিনে আমার কর্মের জবাবদিহিতা আমাকেই দিতে হবে। আল্লাহ্ পাক আমাদের সকলকেই যথাযথভাবে অন্যায়ের বিরুদ্ধে পরিপূর্ণ ঈমানদারীর সাথে দায়িত্ব পালনের তাওফিক এনায়েত করুণ। আমীন।
বিষয়: বিবিধ
১৭৮৩ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোস্টে প্লাস+++++++
ধন্যবাদ
সেই সাথে সরকারে এই হীনমন্যতার তীব্র নিন্দা জ্ঞাপন করছি !
সরকার যতই এই ব্লগ বন্ধ করতে চাইবে ততই এই ব্লগ ফিরে আসবে নতুন রুপে !
টুডে ব্লগ তার আসনেই থাকবে ইনশাআল্লাহ!
শয়তানের চক্র বড়ই দুর্বল এ কথা যেন তারা ভুলে না যায় ।
এদের বিরুদ্ধে এই প্রজন্মের সাহসী লেখকরা কিবোর্ডের উপরে চালিয়ে যাবে হাতের আঙ্গুল ,যতক্ষন সে হাতের আঙ্গুল সক্ষম থাকবে !
ধন্যবাদ হে বোন।
আমি আর কি বলব সবই ত শ্রদ্ধেয় আফরা আপু বলে ফেলছে|
অনেক শুভেচ্ছা।
এর নিন্দা জানানো উচিৎ
“কলম যোদ্ধার হাতিয়ার –
গর্জে উঠুক বারম্বার”
রুখতে হবে অবিচার
আপনার আগুনঝরা কথাসমষ্টি পাঠ করে মনে হচ্ছে বুঝি এই আমি যুদ্ধের ময়দানে ঝাপিয়ে পড়লাম। জাযাকাল্লাহু খাইরান।
(দৃষ্টি আকর্ষনীঃ আপনার পোস্টটি রিপিট হয়ে গেছে, চেক করুন)
মন্তব্য করতে লগইন করুন