সর্বাধিনায়ক কামারুজ্জামান ও কিছু প্রশ্ন
লিখেছেন লিখেছেন সাইমুম হাবিব ০৯ এপ্রিল, ২০১৫, ০৫:৩৯:৩৯ বিকাল
একজন নির্দোষ মানুষকে সাজানো এবং কল্পিত কাহিনি বানিয়ে রাষ্টীয়ভাবে হত্যা করার জন্য যা কিছু করার দরকার সব কিছুই করে যাচ্ছে ফেসিস্ট সরকার। ১৯৭১ সালে যার বয়স ছিল মাত্র ১৯ বছর তাকে বানানো হলো আজকে আল বদর কমান্ডার, সে নাকি ছিল সুপিরিয়র ক্ষমতার অধিকারী আর তাঁর কথায় নাকি চলতো পুরু সেনাবাহিনি। শত শত মানুষ নাকি হত্যা করেছে এবং শত শত মা বোনকে নাকি ধর্ষণ করেছে ১৯ বছর বয়সী এই বালক!! সোহাগপুরে মানুষ হত্যা করে ট্রাক বোঝাই করে ২৫-৩০ কিঃমিঃ দূরে শেরপুর শহরে নাকি নিয়ে আসতো তাঁর নেতৃত্রে বা নির্দেশে। যদিও তখন সোহাগপুর থেকে শেরপুরে ট্রাক চলার মতো কোন রাস্তাই ছিলনা।
<< এতো জঘন্য একজন খুনি/ ধর্ষক কিভাবে পরবর্তীতে ওপেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশুনা করে? (সেখানে সে একটা খুন বা সোনার ছেলে মানিকদের মতো সেন্সুরি দূরে থাক একটা ধর্ষণও করলো না কেন)। এতো বড় জল্লাদের নাম কেন মুজিব সরকার প্রণীত যুদ্ধাপরাধী তালিকায় নাই - জাতীর আব্বা কি তাইলে জাতীর সাথে মশকারা করেছিলেন সেই তালিকা দিয়ে?? এই খুনি কিভাবে সাংবাদিক নেতা হিসেবে প্রেসক্লাবে নেতৃত্র দেয়?? ভয়ংকর এই সর্বাধিনায়ক কিভাবে পরবর্তীতে জাতীয় রাজনীতিতে ভুমিকা রাখেন?? কেন ২০১০ সাল পর্যন্ত এতো বড় জঘন্য খুনির বিরুদ্ধে একটা সাধারণ ডাইরিও করলনা কেউ?? শত শত হাজার হাজার প্রশ্ন…… উম্মাদ আর চেতনাখোররা ছাড়া কোন সুস্থ বিবেকবান মানুষ জানি এইসব প্রশ্নের উত্তর দিতে পারবেনা। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারনেই মিথ্যা মিথ্যা আর মিথ্যার উপর ভিত্তি করে জাতিসংঘ সহ সারা দুনিয়াকে উপেক্ষা করে আয়োজন করা হচ্ছে মৃত্যুদন্ডের। হায়রে মানুষের বিবেক ... হায়রে আমাদের বিচার বিভাগ......
>>আল্লাহ তায়লা আহকামুল হাকিমিন......তিনি সব জানেন এবং সব কিছুর ভিডিও রেকর্ড করা আছে এবং থাকবে ইনশাআল্লাহ্ তাঁর কাছে>>
**আজকে দুনিয়ার আদালতে কামারুজ্জামান ভাই ন্যায় বিচার না পেলেও আল্লাহর আদালতে অবশ্যই তিনি ন্যায় বিচার পাবেন। সেদিন কামারুজ্জামান হবেন বাদী আর আজকের জালিম শাহীর মসনদ আর তার সকল চ্যালা-চামুণ্ডা হবে আসামী এবং স্বয়ং আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক, মহাবিচারক আল্লাহ তায়লা হবেন বিচারপতি। আদালতে আখেরাতের সেই বিচার দিনের অপেক্ষায় রইলাম .......... "হতাশ হইয়না, দুঃখ করোনা, যদি মুমিন হও জয়ী তোমরা হবেই হবে।" আল ইমরান ১৩৯
"Don't become weak (against ur enemy) Nor be sad, & u will be superior (in victory) If u r indeed (true) believers." Al Imran-139
বিষয়: বিবিধ
১৪৫৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তায়ালা ফেরাউনকে ও গালি নয় সাভাবিক ভাবে নাম এনেছেন আল কোরআনে তাই আমরাও গালি দিয়ে নয় সাভাবিক ভাবে নাম নিলাম পদের নাম নিলাম । ফেরাউন থেকে শিক্ষা নিন, নমরুদ থেকে শিক্ষা নিন!!! কামারুজ্জামানের অপরাধ তিনি ইসলাম ও দেশের পক্ষে কলম চালিয়েছেন বুদ্ধিখাটিয়েছেন।
সত্যের বিজয় হবেই ফাসি দিয়েও সত্যকে গোপন রাখা যাবে না, সঠিক আদর্শ থামিয়ে রাখা যাবে না।
মন্তব্য করতে লগইন করুন