ধর্ম নয় বিজ্ঞান নিয়ে মুক্তভাবে চিন্তা করি লিখি
লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:০২:৩৮ রাত
মুক্তচিন্তার জায়গা ধর্ম ও ব্যক্তিকে না বানিয়ে ,মুক্তচিন্তার জায়গাটা বানান বিজ্ঞানকে, বিশ্বখ্যাত নবীর চরিত্র হনন না করে জগৎখ্যাত বিজ্ঞানীদের থিওরীর গলদ বাইর করেন, নতুন থিওরী দেন আসল হেডেম বুঝা যাবে। কেউ কিচ্ছু করবে না বলবে না। গাড়ে চাপাতি লাগবে না, বরং নোবেলের পদক ঝুইলব গলায়।
আমাদের দেশে বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। কিন্তু বিজ্ঞানের চর্চা হয় কম। মানসম্মত কর্যকর বিজ্ঞান গবেষণাও যেমন হয় না, বিজ্ঞান নিয়ে লেখাও কম। যা লেখা হয় তা অনেকটা সাহিত্যিক ভাষায়। এই সব বই থেকে বিজ্ঞানের কল্পকাহিণী জানা যায়।কিন্তু বিজ্ঞানকে রপ্ত ও ব্যাবহার করতে হলে বিজ্ঞান নিয়ে যেমন গবেষণা করতে হবে তেমনি বিজ্ঞানের জ্ঞানচর্চা ও ব্যবহারের জন্য শিল্পক্ষেত্র তৈরি করতে হবে।বাংলা ও ইংরেজী উভয় ভাষায় মন-সম্মত বিজ্ঞানের পাঠ্যবই লিখতে হবে। উচ্চশিক্ষায় প্রকৌশল, চিকিৎসা, ও বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর উপর দেশীয় লেখকের পাঠ্যবই নেই বললে চলে, আমরা ইন্ডিয়ান ও পাশ্চাত্যের বই পড়ি।
বাংগালীর যত চিন্তা-গবেষণা ধর্ম নিয়ে-একই গান বারবার হালি অনুবাদ করে-পাশ্চাত্যের ধর্ম-বিদ্ধেষী গল্প শোনায়- আর হয়ে যান মুক্তমনা- মুক্তচিন্তাবিদ !
মুক্তচিন্তা ব্লগে মুক্ত প্রবেশ নেই। খালি ইসলাম-ফোবিয়ারা লেখে-বাকিদের প্রবেশ নিষেধ-- ধর্মের পক্ষে লিখলে মুক্তচিন্তা হয় না---এই কেমনে মুক্তচিন্তা ? ব্লগ,পত্রিকা, টিভি-চ্যানেল জগত থেকে সব ভিন্ন-মতের বিতাড়িত করে ব্লগ,পত্রিকা, টিভি-চ্যানেলগুলোকে এক দলীয় সংসদের মত বানানো হয়েছে।
মুক্তমনা ব্লগ, সামহোয়্যার ইন ব্লগ, সোনার বাংলা ব্লগ, সদালপ ব্লগ, আমার ব্লগ ইত্যাদিসহ মুক্তচিন্তার সব ব্লগে সব মতাদর্শের ব্লগারকে ব্লগ লেখা ও মন্তব্যর সুযোগ দিতে হবে। সোনার বাংলা ব্লগ খুলে দিতে হবে। নয়া দিগন্ত টিভি খুলে দিতে হবে -আমারদেশ খুলে দিতে হবে- ইসলামিক টিভি খুলে দিতে হবে।- তাহলে মুক্তচিন্তার সার্থকতা খোঁজে পাওয়া যাবে।
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন