নকলের উৎসব
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৯ নভেম্বর, ২০১৪, ০৫:২১:৫২ সকাল
বিদ্যালয়গুলো ক্রিমিনালয়ে
রূপান্তরিত সারা দেশে
ক্রিমিনালেরা শিক্ষা দিচ্ছে
মুখোশ পরে শিক্ষক বেশে।
-
পরীক্ষার হলে এ কি কাণ্ড
ঘটছে যত্রতত্র
নকলের উৎসব কেন ছড়াল
এত দ্রুত সর্বত্র ?
-
কোমলমতি শিশুদের আজ
বানানো হচ্ছে ক্রিমিনাল
জাতির ভবিষ্যৎ শিশুদের
বাঁচাতে কে ধরবে হাল ?
-
শঙ্কিত আজ পিতামাতা অবিভাবক
শঙ্কিত সারা দেশ
মেধার বিকাশ কেমনে হবে দেশে
সমূলেই হচ্ছে শেষ।
-
দালাল বেশে প্রশাসন আর
থাকবে কত নীরব
অপরাধীদের শাস্তি দিতে
হবে কি তারা সরব?
২৮/১১/২০১৪
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলে কিনা হাত পুড়িয়ে দিবে?
কি দিয়ে হাত পোড়াবে? কাউকে হাত পোড়াতে হবেনা, এভাবে চলতে থাকলে পড়াশোনা বাদ দিয়ে ছাত্ররা বোমাবাজী করবে। আর বোমাবাজী করতে গিয়ে নিজের হাত নিজেরাই পোড়াবে।
মন্তব্য করতে লগইন করুন