বেরিয়ে আসছে আমাদের সোনালী(!) আগামী নেতৃত্বঃ
লিখেছেন লিখেছেন রবিন মৌলবাদী ২৯ নভেম্বর, ২০১৪, ০৪:৩৬:১৯ রাত
একসময় দেশের যাবতীয় গণমুখী আন্দোলনে নেতৃত্ব দিত এদেশের ছাত্র সমাজ। শধুমাত্র বাংলাদেশের ইতিহাস নয়, বাংলার ইতিহাস ই এর সাক্ষী।
আপনি যে দলের ই সাপোর্টার হউন না কেন, এখন পর্যন্ত আপনি মূল ধারার এদেশের রাজনীতিবিদদের মধ্যে পাবেন বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ধারী, প্লেস ধারীদের নাম।
'কিন্তু', কি ভবিষ্যত এদেশের জন্য অপেক্ষা করছে??
আমরা দেখছি এদেশের বর্তমান ছাত্রনেতারা রাজপথে প্রকাশ্যে খুন করছে, বিশ্ববিদ্যালয়ে ধর্ষনের রেকর্ড করছে, ছাত্রী হল থেকে ছাত্রীনেত্রীরা নেতাদের ভোগের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছে, এমন কোন নেতা পাওয়া যাবে না যার রুম বা তার আন্ডারে কিছু অস্ত্র, ধারালো মারণাস্ত্র নেই। প্রকাশ্যে চলে সেই অস্ত্রের মহড়া। এখন ফোর টুয়েন্টি নাটকের মত অস্ত্র সমেত পত্রিকায় ছবি আসাটা উপরওয়ালাদের সুদৃষ্টি প্রাপ্তির খোরাক। এজন্য নিয়মিত ভাবে তেল মাখামাখি তো আছেই।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কিছু ভবিষ্যৎ নেতাদের ছবি সচলায়তন ব্লগ (http://www.sachalayatan.com/shehab/53380) থেকে আপনাদের জন্য দিলামঃ
ভালো করে দেখুন উনারাই হবেন আপনাদের ভবিষ্যৎ নেতাঃ
একথা আজ ধ্রুব সত্যঃ
নেতাদের রুমে চলে গাঁজার আড্ডা, ইয়াবার সেবন- পাইকারি বিক্রির কাজ, মদ তাদের নিত্য পানীয়; আর পড়ালেখা?? বাদ দেন ভাই, উনারা ভবিষ্যতে নেতা হবেন; উনাদের পড়ালেখা না করে দেশ নিয়ে ভাবার সময় দিন!!
আসুন ঘরে ঘরে এরকম নেতার জন্ম দেই। আপনার ছেলে-মেয়েকে ও তাদের একজন বানাই। এদেশ কে এগিয়ে নিয়ে যাবে তারা
বিষয়: রাজনীতি
১০৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভবিষ্যতে এরাই হবেন নেতা.....
দেশ যাবে হেথা হোতা!!!
মন্তব্য করতে লগইন করুন