'বোমা তৈরির সরঞ্জাম' আর 'জিহাদী বই' কিভাবে চিনবেন!!!

লিখেছেন লিখেছেন রবিন মৌলবাদী ১৫ অক্টোবর, ২০১৪, ০৪:১৩:২১ রাত

আজকে টঙ্গীতে তামীরুল মিল্লাত মাদ্রাসার পার্শ্বস্থ এক আটতলা বিল্ডিং এ বিপুল পরিমাণ ইসলামী বই(পড়ুন জিহাদী বই) এবং নিত্য ব্যাবহার্য জিনিসপত্র (পড়ুন বোমা তৈরির সরঞ্জাম) পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে এবং কথিত জামায়াত-শিবির জঙ্গী হিসেবে দুইজনকে গ্রেফতার করেছে।

তো তাদের কাছে পাওয়া গেছেঃ

১। বিপুল পরিমাণ জিহাদী বই

২। বোমা তৈরির সরঞ্জাম

প্রিয় পাঠক, পাঠিকাগণ আপনাদের সুবিধার্থে ছবিতে দেওয়া হলো বাংলানিউজে ২৪ এ ছাপানো সেই বোমা তৈরির সরঞ্জাম এর ছবি। দেখে নিন ভালো করে।

জ্বি হ্যাঁ, আপনার বাসার স্ক্রু ড্রাইবার, ব্লেড, টেপ থাকলেই সেটা হয়ে যাবে বোমা তৈরির সরঞ্জাম।

আর জিহাদী বই? আপনার বাসায় কুরআন শরীফ (সবচেয়ে বড় জিহাদী বই) আর হাদীসের বই কিংবা ইসলামী কোণ সাহিত্য থাকলেই হয়ে যাবে জিহাদী বই; সেই ইসলামী বই হোক আর রূপ চর্চার হক; কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ওযু করতে হয় সেই বই কিংবা ইসলামের রাষ্ট্রনীতির বই।

এবার কিছু পর্দার আড়ালের কথাঃ

আজকের এই পুলিশি অভিযানের আটতলা ঐ বাসায় থাকতো মিল্লাত মাদ্রাসার অনেক সাধারণ ছাত্র। সাধারণ ভাবেই কুরআন হাদীসের বিশাল সম্ভার থাকবে। আর সেই কুরআন হাদিসকেই ডিসি হারুণ বানিয়ে নিয়েছে 'জিহাদী বই'।

আর নিত্যকার ব্যাবহার্য সামগ্রীকে বানিয়ে নিয়েছে 'বোমা তৈরির সরঞ্জাম'।

আপনি হয়তো র‍্যাব-পুলিশের এই কথিত জিহাদী বই আর বোমা তৈরির নাটকে অভ্যস্ত। তাহলে আসুন দেখে নেই কেন এই পরিকল্পিত অভিযানঃ

== আপনি নিশ্চয়ই ভুলে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয়ের মাদ্রাসা নিয়ে সেই মন্তব্যের কথা "মাদ্রাসা থেকে জঙ্গী বের হয়"। দেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়, সাধারণ কেরাণীর চাকরি থেকে শুরু করে সেনাবাহিনীতে মাদ্রাসা ছাত্রদেরকে না নেওয়া তো এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারপর ও মাদ্রাসা ছাত্ররা তাদের মেধা, যোগ্যতা দিয়ে লড়ে যাচ্ছে; আর সেই সংগ্রামকে আদৈ সহ্য হচ্ছে না 'র' এর পরিকল্পনায় উঠ-বস করা শেখ হাসিনা সরকারের। দিনরাত তারা কাজ করে যাচ্ছে মাদ্রাসা শিক্ষাব্যাবস্থা তথা ইসলামী শিক্ষাব্যাবস্থা সমূলে ধ্বংস করে দিতে।

== 'দেশ জঙ্গিতে চেয়ে গেছে' এই বিষয়টা হচ্ছে এই অবৈধ সরকারের 'হাতের পাঁচ'। তাঁরা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য তাদের বিদেশী প্রভুদের বিভিন্ন ভাবে দেখাতে চায় যে এদেশ জঙ্গিবাদে এ ভরে গেছে। আর সে জন্যই এ 'বোমা তৈরির সরঞ্জাম' আর 'জিহাদী বই' নাটিকা গুলোর নিয়মিত মঞ্ছায়ন।

আর কতকাল এই নাটকের মঞ্ছায়ন; আর কতকাল দর্শক হয়ে থাকবে এই বাংলার জনগণ। আজ আমার প্রতিবেশী আহত হচ্ছে, হয়তো কালই আমি- আমার একান্ত প্রিয় কেউ এই স্বৈরাচারী অবৈধ সরকারের কবলে পড়বো।

আসুন আওয়াজ তুলি.।

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274519
১৫ অক্টোবর ২০১৪ রাত ০৪:১৫
রবিন মৌলবাদী লিখেছেন : ছবিটি এখানে দেখে নিতে পারেনঃ
http://www.banglanews24.com/beta/fullnews/bn/331922.htmlhttp://www.banglanews24.com/beta/fullnews/bn/331922.html
274520
১৫ অক্টোবর ২০১৪ রাত ০৪:১৫
রবিন মৌলবাদী লিখেছেন :
274535
১৫ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৪৩
নাবিলা লিখেছেন : দা বটি হলো অস্ত্র।
274573
১৫ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যথার্থ বলেছেন, সহমত

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
274584
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৬
দ্য স্লেভ লিখেছেন : এসবের শেষ হবে
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১০
218636
রবিন মৌলবাদী লিখেছেন : ইনশাআল্লাহ Happy
274588
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চিনি আর গ্লিসারিন তো সব বাড়িতেই আছে। সবাই এই অভিযোগে যে কোন সময় গ্রেফতার হতে পারেন।
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১১
218637
রবিন মৌলবাদী লিখেছেন : Worried
274643
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১২
egypt12 লিখেছেন : আল্লাহ্‌র বিচার থেকে কেউ নিস্তার পাবে না এটাই আমার বিশ্বাস Rose
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১১
218638
রবিন মৌলবাদী লিখেছেন : অবশ্যই Happy>-
274793
১৬ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৮
অজানা পথিক লিখেছেন : আল্লাহ আপনার কলমকে আর ও শানিত করুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File