যার কষ্ট তুমি কখনোই সহ্য করতে পারবে না
লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ১৫ অক্টোবর, ২০১৪, ০৩:২২:৫৩ রাত
আপন ভেবে কাউকে
মনের সব কথা বলো না------
এমন এক সময় আসবে------
সে তোমাকে তোমারই
কথা দিয়ে আঘাত করবে-----------
-------- যার কষ্ট তুমি কখনোই সহ্য
করতে পারবে না----------!!
প্রতিটি মানুষের মনেই একটি
সপ্ন থাকে,
হোক এই সপ্নটা একেক মানুষের
একেক রকম।
আর যখন এই সপ্নটা কারো মন
থেকে হারিয়ে যায়,
তখন দুঃখ নামের কালো মেঘ তার
মনে জমতে থাকে------------
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশা ও স্বপ্নের সিড়ি বেয়ে মানুষের পথ চলা।
এই সিড়ি যখন শেষ হয়ে যায় তখন ই মানুষের জীবনাবসান ঘটে।
তাই আশা ও স্বপ্ন কে মায়ায় আগলিয়ে রাখতে হবে যেন তা অনেক কাল নিজের কাছেই থাকে!
সুন্দর কাব্যিকতার ছোয়া দেয়ায় অনেক ধন্যবাদ........।
একেক রকম।
আর যখন এই সপ্নটা কারো মন
থেকে হারিয়ে যায়,
তখন দুঃখ নামের কালো মেঘ তার
মনে জমতে থাকে------------ভালো লেগেছে
আল্লাহ্ যেন-
আমাদের কথা/কাজ/ আচরনদ্বারা অন্য কারও যেন কোন ধরনের ক্ষতি, মনের কষ্ট না হয় সেই ঈমানে বলীয়ান হওয়ার তৌফিক দান করুন।
যা হোক আমার মতামত হল কিছু কষ্ট হল মানুষের দুর্বলতা। এসব শেয়ার না করাই ভালো। হযরত আলী(রাঃ)ও তাই বলেছেন। আজ যে বন্ধু কাল সে শত্রু হয়ে যায়। ধন্যবাদ।
দুষ্ট লোকের মিষ্ট কথা
ঘনাইয়া আইসা বসে
কথা দিয়া, কথা নিয়া
প্রাণে মারে শেষে!
কেনোই যেন এর পরেও অনেক কিছু বের হয়ে যায়, আল্লাহ মালুম!
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন