দু্ঃসময় হাতের কামাই
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৩ নভেম্বর, ২০১৪, ০৫:৩০:০২ সকাল
						 
						 তোমাদের এ দু্ঃসময়  সহজে কাটবে না 
আঁধারে বন্দি জীবন আলোতে আসবে না।
-
মুখে বলো আখেরাতের কথা অন্তরে দুনিয়া
মাঝে মাঝে  হাসি তোমাদের  কথা শুনিয়া।
-
দুনিয়াতে চাও বাড়ী গাড়ী কাড়ি কাড়ি টাকা
মনে হয়, এসবে তোমাদের সফলতা রাখা।
-
কেমনে নবী-রাসুল-সাহাবাদের উদাহরণ দাও?
তাঁদের সাথে তোমাদের কোন মিল খুঁজে পাও?
-
আত্মিক উৎকর্ষতায় তাঁরা ছিলেন অনন্য
চিরকাল বিজয়ী তাঁরা জীবণ তাঁদের ধন্য। 
-
অহরহ সর্বত্র করো তোমরা ওয়াজ নসিহত
ভেবে দেখো আত্মশুদ্ধি অর্জনে কতটা সৎ।
-
পড়ো তোমরা সাহাবা চরিত, ইসলামের ইতিহাস
বাড়েনি জ্ঞান পড়ে, তোমাদের ক্রমশ হয়েছে হ্রাস।
-
তোমাদের উপর বাজছে জুলুমের সানাই
জেনে রেখো এসব তোমাদের হাতের কামাই।
-
আত্মশুদ্ধি  অর্জনে করো প্রাণ পণ চেষ্টা
সফলতা না এলেও থাকবে না কোন তেষ্টা।
০২/১১/২০১৪
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১০৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন