বিদ্যুৎহীন অন্ধকারে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০২ নভেম্বর, ২০১৪, ০৫:০৯:১৫ সকাল
বিদ্যুৎহীন অন্ধকারে
কাটছে বাংলাদেশ
ষড়যন্ত্রের এসব খেলা
কবে হবে শেষ।
-
কার ইশারায় বাংলাদেশে
আঁধার নামে দিনে
দেশের মানুষ ভাল করে
রাখছে তাদের চিনে।
-
হিংস্র প্রাণীদের বন্য খেলা
শুরু হল দেশে
মুর্মুষূ আজ দেশটা আমার
যাচ্ছে রক্তে ভেসে।
-
সবুজ শ্যামল সোনার বাংলা
আঁধার কালো আজ
ঈশাণ কোনে মেঘ জমেছে
সাজছে দেখ বজ্র সাঁজ।
০১/১১/২০১৪
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেয়সী রেন্ডিয়ার সাথে প্রেম লীলায় অন্ধকারই যুতসই সময়! পিরীতি জমবে ভালো!
প্রেয়সী রেন্ডিয়ার সাথে প্রেম লীলায় অন্ধকারই যুতসই সময়! পিরীতি জমবে ভালো!
মন্তব্য করতে লগইন করুন