গণতন্ত্রের –ই জয়
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০২ নভেম্বর, ২০১৪, ০৪:৩০:২৯ রাত
হায় রে হায় ফ্যাসিস্ট রেজীম
তোর গণতন্ত্রের ঠেলার চোটে
বিলাই কামরায় বাঘের গাল
ইঁদুর চিমটায় বিলাই এর খাল
নাস্তিক-মুরদাত বলে,
কুরআন কেন্দ্রিক ও কুরআন প্রেমিক
সর্বজন শ্রদ্ধেয় ওলেমা আল্লামা শফী
নিশ্চয় পুরাইয়াছে কুরআন
তাতে নাই কোন ভুল!!!
![]()
হায় রে হায় ফ্যাসিস্ট রেজীম
তোর গণতন্ত্রের ঠেলায়
বিচারক বলে (দুনিতী মুক্ত) ঐ ব্যাটাকে মন্ত্রী করিয়া
জনতা যত করিয়াছে ভুল!!!
মন্ত্রী বলে ফ্যেসিইজম বিরোধী যত ব্যেটা আছে
তাদেরকে ধরিবো গুনিয়া গুনিয়া
তার পর মিথ্যা অভিযোক আনিবো
মিডিয়ার সাহায্য নিয়া, তারপর
সব ব্যাটাকে ফাশির দড়িতে লটকাইবো
একটা একটা করিয়া বিচারকের সাহায্য নিয়া
![]()
তাই বলি ভাই আম জনতা
করিতে যদি চাও রক্ষা
পৈত্রিক সুত্রে পাওয়া প্রানটা
তবে সম স্বঃরে বলে উঠ জয়
জয় গণতন্ত্রের –ই জয়
জয় ফ্যাসিস্টদের দান করা
গণতন্ত্রের –ই জয়!!!!!
বিষয়: বিবিধ
৮২৯ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন