চলন্ত বাসে ধুমপান ও একজন আক্কেল আলীর বিড়ম্বনা

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০২ নভেম্বর, ২০১৪, ০৪:১৯:৪২ রাত

বাসে উঠেই বিড়ম্বনায় পড়লেন আক্কেল আলী। পাশে বসা ব্যক্তিটি বেপরোয়া সিগারেট টানছেন। সিগারেটের ধোঁয়ায় বসা অম্ভব হয়ে দাঁড়ালো। বাসে মানুষের গিসগিস ভিড় । নড়াচড়ার তিল পরিমান জায়গা নেই। নতুবা সরে যেতেন। তাই উপায়ন্তর না দেখে কস্ট সহ্য করে বসতে হচ্ছে। কিন্তু সিগারেটের ধোঁয়ার বিকট গন্ধে যেনো বমি আসার উপক্রম আক্কেল আলীর। কী করবেন, কাকে বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না।

নিরুপায় হয়ে ধুমপায়ী ব্যক্তিকে আঙুল উচিয়ে দেখিয়ে দিলেন ধুমপান বিরোধী সাইনটি। অর্থাৎ যেখানে লেখা রয়েছে ধুমপান নিষেধ। কিন্তু এতে কোনো কাজ হলো না । বরং ধুমপায়ী ব্যক্তিটি এখন আরো বেপরোয়া। সিগারেটে ফুঁট দিচ্ছেন আর চারদিকে ধোঁয়া ছাড়ছেন নির্বিঘ্নে।

আক্কেল আলী নাছোড়বান্দা। এবার বিনয়ের সুরে জানতে চান- আচ্ছা আপনি কি সাইনটি দেখেছেন? এতে পরিস্কার লেখা আছে- বাসে ধুমপান নিষেধ? আর আপনি দেদারছে জনমক্ষে ধুমপান করছেন!!

এবার খানিকটা মাথা নাড়লেন ভদ্রলোক। কোনো কথা না বলে আঙুল উচিয়ে আক্কেল আলীর দৃস্টি আকৃষ্ট করলেন অপর একটি সাইন এর দিকে। আক্কেল আলী অধীর আগ্রহে দৃষ্টি নিক্ষেপ করলেন সেদিকে। দেখলেন সেখানে লেখা রয়েছে 'আপনার অভিযোগ চালককে বলুন'।

আক্কেল আলী ভাবেন, ঠিকই তো, খামকা ওনার সাথে কথা বলে লাভ কী। অভিযোগ চালককেই জাননো উচিত। সিট ছেড়ে উঠে দাঁড়ান। সরাসরি চলে যান ড্রাইভিং সিটে। 'ধুমপান নিষিদ্ধ' সাইনটি তোয়াক্কা করে ধুমপায়ী ভদ্রলোকের বেপরোয়া ধুমপানের ঘটনাটি বর্ণনা করলেন।

অভিযোগ শেষ হলে ড্রাইভারে মুখের দিকে চেয়ে থাকলেন আক্কেল আলী। তিনি দেখতে চান ধুমপায়ীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেন ড্রাইভার?

কিন্তু নাহ কোনো কথা বললেন না ড্রাইভার । শুধু মাথা নাড়লেন আর ইশারায় দৃষ্টি আকৃষ্ট করলেন অপর একটি সাইন-এর দিকে। আক্কেল আলী পরম আগ্রহে সেদিকে তাকিয়ে দেখেন সেখানে লেখা রয়েছে-'চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ'।

লন্ডন, শনিবার, ১ নভেম্বর ২০১৪। রাত : ১০টা।

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280447
০২ নভেম্বর ২০১৪ সকাল ০৬:১৩
কাহাফ লিখেছেন :
এভাবেই আক্কেল আলীদের'আক্কল'নিয়ে খেলে যাচ্ছে বেআক্কেল কিছু স্বার্থবাজ মানুষ!
ভালো লাগলো,শুভ লামনা রইলো..... Time Out Time Out Time Out
280493
০২ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৯
এস এম আবু নাছের লিখেছেন : হা হা হা। কী আর করা বলুন? এ যে তাদের গনতান্ত্রিক অধিকার। আমার ব্লগবাড়ি থেকে ছোট্ট দুটি লেখা পড়ে আসতে পারেন এ বিষয়ে-

http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/10172/smanaser/55851

http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/10172/smanaser/56020
280571
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। জাজাকাল্লা খায়রান ধন্যবাদ আপনাকে
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২২
224766
এস এম আবু নাছের লিখেছেন : বারাকাল্লাহু ফিকুম। আপনাকেও মোবারকবাদ।
281167
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
আফরা লিখেছেন : এই কৌতুকটা আমি কোথায় যেন পড়েছিলাম ।সচেতনামূলক পোষ্ট ।ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File