দুঃখ ভালবাসি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৭ অক্টোবর, ২০১৪, ০১:২৭:৫৩ রাত
সুখের মাঝে ভাসছো তুমি
দুঃখ আমি চুমি
দুঃখ দেখে হাসছো রুমি
কাঁদছো কেন সুমি।
-
সুখই ছিল সর্বনাশি
ছিল রাশিরাশি
দুঃখ এখন ভালবাসি
দুঃখ পেলে হাসি।
-
দুঃখ আমার লাগে ভালো
দুঃখের মাঝে আলো
নয়তো আমি আঁধার কালো
জ্বালছো কেন আলো??
বিষয়: বিবিধ
৮৩৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবার আসুক সুখ
দুঃখ আমি চুমি
দুঃখ দেখে হাসছো রুমি
কাঁদছো কেন সুমি। দু:খের কবিতা হলেও পড়ে আনন্দ পেলাম
মন্তব্য করতে লগইন করুন