এই এলাকার বীর পুরুষ
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৬ অক্টোবর, ২০১৪, ১১:৪৭:২১ রাত
ওরা না কি এই এলাকার বীর পুরুষ
ঠানছে গরুর চামড়া,
ওদের জ্বালায় মাসি পিসির দায় চলা,
তাই বন্ধ রাখে কামরা।
চামড়া নিয়ে কাড়া কাড়ি
করছে হুজুর বাড়া বাড়ি
হুজুর কহেন, খাইবে এতিম বিক্রী করে চামড়া,
বীর পুরুষের কান্ড দেখি
থ' বনিলাম করলো একি?
থাপড়াই কই কিসের এতিম,এতিম হলাম আমরা।।
বললাম হুজুর, এটাই এখন বাংলাদেশ
চুপ থাকাটাই বলেন কেহ এই তো বেশ,
এখন শুনি, ওরাই ওরা মারা মারি
পরতে পারে এতিম গুলোর লাশের সারি,
তাইলে কি ভাই বীর পুরুষের এই প্রয়ানে
আসল এতিম আমরা?
বিষয়: বিবিধ
৯৮৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন