যে কারনে ফজর এবং আসরের নামাজকে আলাদা গুরুত্ব দিতে হবে।
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ০৬ অক্টোবর, ২০১৪, ১০:২৪:২৪ রাত
দৈনিক ৫ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ নামাজ হলো ফজর এবং আসরের নামাজ। এই ২ নামাজকে আলাদাভাবে গুরুত্ত্ব দেওয়ার কারন হলো এই দুই ওয়াক্তে দিন এবং রাত্রির সকল ফেরশতা পৃথিবীতে অবস্থান করেন। যেমন রাত্রিকালীন সময়ে যে সকল ফেরশতা পাহারা দেন তারা ফজরের সময় আল্লাহ’র আরশের দিকে গমন করেন আবার আসরের নামাজের সময় পৃথীবিতে তারা ফিরে আসেন। একিভাবে দিনের বেলায় যে সকল ফেরশতারা পাহারা দেন তারা আসরের সময় আল্লাহ’র আরশের দিকে রওনা দেন আবার ফজরের নামাজের সময় পৃথিবীতে ফিরে আসেন। যার ধরুন হযরত মোহাম্মদ (সঃ) বলেছেন এই দুই ওয়াক্ত নামাজ যেন সবাই জামাতের সহিত আদায় করে যাতে ফেরেশতারা আল্লাহ’র দরবারে গিয়ে বলতে পারে হে আমাদের রব আমরা পৃথিবীতে গিয়ে আপনার বান্দাদের নামাজরত অবস্থায় দেখেছি এমনকি ফিরে আসার সময়ও আপনার বান্দাদের নামাজরত অবস্থায় দেখে এসেছি।
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন