হিন্দু বনাম মুসলিম: পুজা গেল হিন্দুদের চিনলাম না চিনলাম ঈদে

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৬ অক্টোবর, ২০১৪, ১০:১৯:২৩ রাত

বাংলাদেশ তথা উপমহাদেশ এ হিন্দুদের বিশ্বাস নিয়ে তাদের কম ঠাট্টা মস্করা করা হয় নাই। অনেক রথী মহারথী তাদের ৩২ কোটি দেবতা এবং নানান পূজা নিয়ে নানান কথা বলেছেন। ইংরেজ শাসন আমলে এর পরিমাণ এত বেশি ছিল যে হিন্দুদের একটি অংশ নতুন ব্রাহ্ম সমাজ নামে মতবাদ প্রচার শুরু করে।

যে যাই বলুক আজ আমার উপলব্ধি হল বাংলাদেশের হিন্দুদের কাছে মুসলমানদের অনেক কিছু শেখার আছে। কিভাবে নিজের বিশ্বাসকে শ্রদ্ধা করতে হয় মুসলমানদের হিন্দুদের দেখা উচিত। আমি আজ সারাদিন আমার কোন হিন্দু বন্ধুকে দেখি নাই কোন গরুর সাথে কাউফি তুলতে বা কুরবানির জায়গা ঘুরতে যেতে। কারণ গরুকে সম্মান করে। এজন্য যায়নি। অথচ গত ৩ দিন আগে দেখলাম আমার অনেক মুসলিম বন্ধুদের পূজায় গিয়ে সেলফি তুলছে। পার্লারে যাচ্ছে পূজায় ঘুরতে যাবে এজন্য অথবা স্পেশাল ভাবে গেটআপ ড্রেসআপ পূজায় ঘুরতে যাওয়ার জন্য। অথচ আল্লাহ সরাসরি কয়েকবার নির্দেশ দিয়েছেন প্রতিমা থেকে দূরে থাকতে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল হিন্দুদের সবাই কিন্তু ধর্মগ্রন্থ পাঠ করতে পারে না। তারপরও সবাই এটা জানে এবং এ ব্যাপারে সচেতন আর মুসলিমদের বার বার নির্দেশ দেওয়া হয়েছে ধর্মগ্রন্থ। অনেকেই পড়ে না। এবং এ ব্যাপারে সচেতনও না।

সত্যি আজ হিন্দুদের প্রতি শ্রদ্ধা অনেক খানি বেড়ে গেছে।

বিষয়: বিবিধ

১৫৭১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272004
০৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৩০
বুড়া মিয়া লিখেছেন : আমার প্রচুর হিন্দু বন্ধু রয়েছে; তারা আমাকে অনেক সম্মান করে, আমি তাদের মধ্য আমাদের নাচুনী মুসলিমদের মতো এমন আহ্লাদ কখোনোই দেখিনি! একসময় তো প্রতি বছরই বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে যেতাম আমিঃ তাদের আদর আপ্যায়নও ছিলো অন্য রকম।
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
216734
চিলেকোঠার সেপাই লিখেছেন : বুড়া মিয়া আমার কোন হিন্দু বন্ধু যদি কোরবানির সময় আমার বাসায় আসে আমিও তাদের আদর করে গরুর কলিজা খেতে দেব।
272012
০৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার লিখাটি সংক্ষিপ্ত অথচ সারগর্ভ। আমার খুব ভাল লেগেছে। সত্যি কথাই বলেছেন, সেলফী কাওফী, গরুফী এইসবি আদিখ্যেতা, ছাগ্লামী ছাড়া আর কিছুই নয়।
ধন্যোবাদ ভাই।
272013
০৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৬

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : মুসলিম গরু ছাগলদের সাথে কেই বা মিশতে চায়, বলুন?
272020
০৬ অক্টোবর ২০১৪ রাত ১১:২৩
ফেরারী মন লিখেছেন : আমি কিন্তু এটাতে পজিটিভলি দেখি একারণে যে তাদের ধর্মটা যে আসলে ঠাট্টা ও মশকরার তা আমাদের মুসলমানরা দেখতে যাওয়ার নিদর্শন। কারণ তারা যায় সেখান থেকে কিছু বিনোদন নিতে কিন্তু আমাদের ধর্মটা কোনো নিছক বিনোদন নয় এটা শাশ্বত ও চিরঞ্জীব। তাই হয়তো তারা আসেনা। এটা আমার একান্ত ব্যক্তিগত মত।
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
216733
চিলেকোঠার সেপাই লিখেছেন : মাশআল্লাহ বাই আপনে কি ফুংসুক ওয়াংরু এর খালাতো ভাই???
272026
০৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
পুজার ব্যাপারটা শুধুই ভোগ। কিন্তু ঈদ এর দৃষ্টিভঙ্গি ভিন্ন। আর আমাদের তরুন সমাজ এখন আত্মপরিচয়হীন।
272057
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৫:০৮
তহুরা লিখেছেন :
272060
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫২
শেখের পোলা লিখেছেন : এ অভ্যেসটা পূর্ব পুরুষদের কাছ থেকে পাওয়া৷ তারা যেতেন মনিব বাবুদের করুনা পেতে আর আজ যারা যায় তারা নিছক বন্ধুত্ব বা আনন্দ পেতে৷
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
216732
চিলেকোঠার সেপাই লিখেছেন : জাঁতির ভ্রাতা একটু ক্লিয়ার করে বলবেন???
272083
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৭
ইসলামী দুনিয়া লিখেছেন : ঘটনা সত্য, স্বাক্ষীও শক্ত।
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৮
216223
চিলেকোঠার সেপাই লিখেছেন : MOney Eyes
272095
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩২
মোহাম্মদ লোকমান লিখেছেন : পুজারি ভিড়ের মধ্যে একটু শয়তানী(!) উপভোগ করার উদ্দ্যেশ্যেই সেখানে ওদের সাথে মুসলমান ছেলে মেয়েরাও ভিড় জমায়।
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
216731
চিলেকোঠার সেপাই লিখেছেন : মাশআল্লাহ বাই আপনে কি ফুংসুক ওয়াংরু এর খালাতো ভাই???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File