হিন্দু বনাম মুসলিম: পুজা গেল হিন্দুদের চিনলাম না চিনলাম ঈদে
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৬ অক্টোবর, ২০১৪, ১০:১৯:২৩ রাত
বাংলাদেশ তথা উপমহাদেশ এ হিন্দুদের বিশ্বাস নিয়ে তাদের কম ঠাট্টা মস্করা করা হয় নাই। অনেক রথী মহারথী তাদের ৩২ কোটি দেবতা এবং নানান পূজা নিয়ে নানান কথা বলেছেন। ইংরেজ শাসন আমলে এর পরিমাণ এত বেশি ছিল যে হিন্দুদের একটি অংশ নতুন ব্রাহ্ম সমাজ নামে মতবাদ প্রচার শুরু করে।
যে যাই বলুক আজ আমার উপলব্ধি হল বাংলাদেশের হিন্দুদের কাছে মুসলমানদের অনেক কিছু শেখার আছে। কিভাবে নিজের বিশ্বাসকে শ্রদ্ধা করতে হয় মুসলমানদের হিন্দুদের দেখা উচিত। আমি আজ সারাদিন আমার কোন হিন্দু বন্ধুকে দেখি নাই কোন গরুর সাথে কাউফি তুলতে বা কুরবানির জায়গা ঘুরতে যেতে। কারণ গরুকে সম্মান করে। এজন্য যায়নি। অথচ গত ৩ দিন আগে দেখলাম আমার অনেক মুসলিম বন্ধুদের পূজায় গিয়ে সেলফি তুলছে। পার্লারে যাচ্ছে পূজায় ঘুরতে যাবে এজন্য অথবা স্পেশাল ভাবে গেটআপ ড্রেসআপ পূজায় ঘুরতে যাওয়ার জন্য। অথচ আল্লাহ সরাসরি কয়েকবার নির্দেশ দিয়েছেন প্রতিমা থেকে দূরে থাকতে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল হিন্দুদের সবাই কিন্তু ধর্মগ্রন্থ পাঠ করতে পারে না। তারপরও সবাই এটা জানে এবং এ ব্যাপারে সচেতন আর মুসলিমদের বার বার নির্দেশ দেওয়া হয়েছে ধর্মগ্রন্থ। অনেকেই পড়ে না। এবং এ ব্যাপারে সচেতনও না।
সত্যি আজ হিন্দুদের প্রতি শ্রদ্ধা অনেক খানি বেড়ে গেছে।
বিষয়: বিবিধ
১৫৭১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যোবাদ ভাই।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
পুজার ব্যাপারটা শুধুই ভোগ। কিন্তু ঈদ এর দৃষ্টিভঙ্গি ভিন্ন। আর আমাদের তরুন সমাজ এখন আত্মপরিচয়হীন।
মন্তব্য করতে লগইন করুন