পরকীয়া প্রেম না থাকলে--কিছু পুরুষ-মহিলার কি যে হতো!!!!

লিখেছেন লিখেছেন সুজা মানুস ০৬ অক্টোবর, ২০১৪, ০৯:৩৩:০৫ রাত

সবাই কুরবানী ঈদ নিয়ে ব্যস্ত তাই কেউ পোস্ট দিচ্ছে না।তাই আমি এই ফাঁকে কিছু লিখে যাচ্ছি।ঈদ পরকীয়া প্রেমিকদের মাঝেও বিশেষ আনন্দ এনে দিচ্ছে কিন্তু আমার মনে আনতে পারে নাই।

কারন আমি এখনো কোন ধরনের প্রেমিকা জুটাতে পারি নাই।

আমার মনে হচ্ছে এটা আমার জীবনের বড় ব্যর্থতা। আমি পরকীয়া প্রেমিকদের প্রতি হিংসুটে হয়ে এ লিখাটা লিখছি।

কারন আমার জীবনে কোন ধরনের প্রেমিকা আসে নি আর আসলেও আমি গ্রহণ করি নাই।

আমি ১ যুগল পরকিয়া প্রেমিকদের চিনি যারা ঈদ উপলক্ষে মিলিত হবে বলে আমাকে তারাই বলল, আমি তাদেরকে বলেছি যাও দেখা কর তোমাদেরই দিন।তাই ঈদকে জানাচ্ছি ধন্যবাদ কারন ঈদ ওদের মিলনের সুযোগ এনে দিচ্ছে।ওদের মনে আনন্দ এনে দিচ্ছে।ওরা নিজেরাই নিজেদেরকে আনন্দে রাখার চেষ্টা করছে হয়ত পরকীয়া প্রেম না করতে পারলে ওদের মরন হতো।সেজন্য পরকীয়া প্রেমকে ধন্যবাদ যে-ঐ যুগলকে বাচতে সাহায্য করছে।যদিও এটা পাপের প্রেম।এর মধ্যে আবার প্রেমিকার স্বামীও নাকি জানে ওদের এ প্রেমের কথা।কি আর বলব ২ জনেই আমার পরিচিত,না পারি সইতে না পারি মানা করতে।নিজেকে শুধু এটুকু সান্তনা দেই এভাবে যে--

ওদের প্রয়োজনে ওরা করছে,ওদেরকে খারাপ ভেবে কি হবে?

পরকীয়া প্রেম আমার প্রয়োজন নাই,ভাল মনে করি না তাই করব না এ ধরনের অনৈতিক প্রেম,অনৈতিক দেহ সম্পর্ক।

পরিশেষে বলব,পরকীয়া প্রেম না করাটাই উচিত কারন এতে অন্যের পরিবারে কলহ সৃষ্টি করে।আজ আমি পরকিয়া প্রেম করে আনন্দ ভোগ করতে থাকলাম কাল যদি আমার মেয়ের জামাই অন্য মেয়ের সাথে প্রেম করা শুরু করে তখন কি আমি পরকীয়া প্রেমিকের ভাল লাগবে?মোটেই না।তাই আমার মেয়ের পরিবারের কথা ভেবে কখনো পরকীয়া প্রেম করব না।ভাল থাকুন সবাই আর পরকীয়া প্রেম না শুধু প্রেমটাই করব।

বিষয়: বিবিধ

৪২৬২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272000
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৩
ফেরারী মন লিখেছেন : জৈনক ব্যক্তি বলেছেন,

বিয়ের আগে সব ধরনের প্রেমই অবৈধ। আমার এতে সায় আছে


পরকীয় তো নয়ই। তবে আপনি নিজেকে ফ্রেশ রেখেছেন সেইজন্য সাধুবাদ জানাই আপনাকে। বাথরুম আর পরকীয়া দুটাই খারাপ জিনিস।
272001
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৬
ভোলার পোলা লিখেছেন : আপনি তো ভোলার পোলার মতো ফ্রেশ
272003
০৬ অক্টোবর ২০১৪ রাত ১০:০৭
চেয়ারম্যান লিখেছেন : Crying Crying Crying Crying
০৬ অক্টোবর ২০১৪ রাত ১০:১৬
216128
ফেরারী মন লিখেছেন : কান্দেন ক্যালা? বউ নাইক্কা দেইক্কা? Smug
272016
০৬ অক্টোবর ২০১৪ রাত ১১:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : কেন জানিনা, বিবাহিত মেয়েরা আমার প্রেমে মাতোয়ারা, হু বলা মাত্রই হাবুডুবু খেতে সদা প্রস্তুত। কিন্তু হু বলতে পারিনা, বলার আগেই কিরামান কাতেবীন চোখ রাঙ্গাতে থাকাতে, তাই ম্যাডামদের বঞ্চিত থাকতে হয়।
272021
০৬ অক্টোবর ২০১৪ রাত ১১:২৫
বুড়া মিয়া লিখেছেন : আমাদের মেয়েগুলার যা অবস্থা! চিন্তা করতেছি বিয়া বাদ দিয়া মুতআ আরম্ভ করবো কি-না!
০৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৩১
216157
ফেরারী মন লিখেছেন : Broken Heart Broken Heart এইডা কি হুনাইলেন বুড়া চাচা। আপনার কতা হুইন্না তো বিয়ার উপর থিক্কা মনডা উডায়া গেলো গা Broken Heart Broken Heart
০৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৬
216159
বুড়া মিয়া লিখেছেন : ফেরারী, মেয়েগুলা যখন দেখে আপনাকে চুইষ্যা যা খুশি তা করতে পারবে, তারা আপনার পিছু নেবে ... পিটাইয়াও খেদাইতে পারবেন না! আর যখন নিজে কিছু চাইবেন – সোজা কাঠের চশমা!

তবে দোয়া করি আপনি যেন ভালো বউ পান!
০৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৪০
216161
ফেরারী মন লিখেছেন : কিন্তু তবুও অনেক ভালো মেয়ে আছে। তারা তো পর্দার আড়ালে থাকে দেখতে পাই না তবে মন দিয়ে খুঁজে নিতে হয়। Sad
272077
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৩
অসহায় মুসাফির লিখেছেন : নিষিদ্ধ জিনিসের প্রতি নাকি মানুষের লোভ বেশী। আর সেটা যদি প্রণয় হয়, তাহলে তো কথাই নেই।আর এই বিশেষ ক্রিয়ার জন্য স্বামীদের দূরত্ব,অনিহা ও অবহেলার পাশা-পাশি স্ত্রীদের উন্নতমানের বিশেষ বিশ্বাসও অনেকটা দায়ী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File