সৌদী বাদশাহ নিজের মেয়ের সর্বনাশ করলেন---

লিখেছেন লিখেছেন সুজা মানুস ১৭ অক্টোবর, ২০১৪, ০২:৩১:৩৮ রাত





কিভাবে সর্বনাশ করলেন?

নিজের মেয়েকে বিয়ে দিলেন এমন পুরুষের সাথে যার নাকি আরও ১১ জন বউ আছে।নিজের মেয়েকে কি পারতেন না সতীন নাই এমন ছেলে দেখে বিয়ে দিতে?বাদশাহ নিজেই নিজের মেয়ের সর্বনাশ করলেন।

আবার দিলেন সোনা দিয়ে বানানো পায়খানা যার দাম মাত্র ৩ কোটি ডলার।কি দিবেন? সবই মেয়ের আছে তাই দিশা না পেয়ে পায়খানা দিলেন।সার পৃথিবীর মুছলমানেরা যেখানে না খেয়ে মরছে সেখানে আরবের ধনীরা, রাজারা এভাবে অর্থ নস্ট করছেন।আরবের এরা একসময় খাবার পেত না ৩ বেলা,৫০ বছর হলো এদের আর্থিক অভাব নাই কারন বালুর নীচে তেল পেয়েছে।আর সেই তেল বেচা অর্থে আজ ওরা ধনী তা না হলে ভারতীয় উপমহাদেশে ওদের যেতে হতো জীবিকার জন্য।আজ ওরা সব ভুলে গেছে।আজ পায়খানা বানাচ্ছে সোনা দিয়ে।কি অদ্ভুত মুছলমান ওরা! ওরা মুছলমান নয় মুছলমান নামের কলঙ্ক।ক্ষুদ্র ইহুদী রাষ্ট্র ইসরাঈল সারা পৃথিবীর ইহুদীদের রক্ষায় এগিয়ে আসছে, পৃথিবীর সব ইহুদীদের নাগরিকত্য দিচ্ছে ইসরাইল। আর এত বড় আরব দেশ দেয় না মুছলমানদের থাকার অধিকার কিন্তু ইউরোপের কিছু খ্রীস্টান দেশ যেমন ইটালী,স্পেন, সেটা দিচ্ছে। আরবের জাত এখনো বর্বর তা না হলে কি--

মেয়েদের ইচ্ছে মত বিয়ে করার অধিকার আজো নাই।

গাড়ি চালানোর অধিকার আজো নাই।

আরো কত কি?

আমেরিকা, ইউরোপিয়ানরা সে ব্যাপারে কিছুই বলে না কারন আরবের রাজা বাদশারা সব ওদের গোলাম।

আরব জাতি যদি সত্যিকারের মুছলিম নেত্রিত্য দিত তাহলে আজ মুছলমানদের অন্য দেশে যেতে হত না জীবিকার জন্য।

আলকোরান ওরা পড়ে কিন্তু তা থেকে কোন শিক্ষা নেয় না।

আরবদের সব সময়ই শিক্ষার অভাব অতীত তাই বলে।

আরব রাজার মেয়ের বিয়ের উপহার --পায়খানা

এটা কি কোন বিবেকবান মুছলমানের উপহার?

বিষয়: বিবিধ

২০৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275120
১৭ অক্টোবর ২০১৪ রাত ০২:৪১
ইক্লিপ্স লিখেছেন : সৌদি রাজার মস্তিষ্কে সমস্যা আছে। এই সব লোকগুলোর উচ্চ শিক্ষা প্রয়োজন। প্রকৃত গতভাবে সমৃদ্ধ দেশ পেয়ে ওদের শিক্ষা, দৃষ্টিভঙ্গি, বুদ্ধিমত্তার বিকাশ হয়নি।
১৭ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৪
219125
মোহাম্মদ লোকমান লিখেছেন : কোন কথা বিশ্বাস করার আগে তা কোন ফাসেকের মাধ্যমে শোনা হচ্ছে কি না তা যাচাই করা উচিৎ। ধন্যবাদ।
275122
১৭ অক্টোবর ২০১৪ রাত ০২:৫৫
তারাচাঁদ লিখেছেন : সত্যাসত্য যাচাই না-করে এসব ভুয়া খবর প্রচার না করলে চলে না ?
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৩:১৮
219100
তারাচাঁদ লিখেছেন : http://www.bdmonitor.net/newsdetail/detail/200/9472
১৭ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩২
219115
বন্যা ইসলাম লিখেছেন : আতে ঘা লেগেছে? মুমিন মুসলিমদের পঁচন বহু আগেই শুরু হয়েছে। নতুন কিছু না।
275126
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৩:১০
বন্যা ইসলাম লিখেছেন : সৌদি রাজা অন্ততঃ একটি কাজ ভাল করেছেন। তার মেয়েকে নবীর সুন্নত মোতাবেক বিয়ে দিয়েছেন। নয় কি??
275165
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৩
ফেরারী মন লিখেছেন : প্রকৃতপক্ষে এরা কোনো মুসলিম নয়। মুসলিম নামধারী শয়তান। নচেৎ পৃথিবীতে কোটি কোটি মানুষ যেখানে না খেয়ে জীবন যাপন করছে সেখানে তাদের এমন বিলাসীতা আল্লাহ সইবে না।
275186
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কারো অনাহারে জীবন যায়!
কারো সময় কাটে বিলাসিতায়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File