ত্যাগের বারতা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৪ অক্টোবর, ২০১৪, ০১:১৮:১৮ রাত



ত্যাগের বারতা বইছে আজ

জেগে উঠো; ফেলে সব কাজ।

পাঠিয়েছে বারতা রাজাধিরাজ

জগত সাজছে ত্যাগের সাজ।

-

চেয়ে দেখ অনিন্দ্য সুন্দর সৃষ্টি

ঝরছে অঝোরে করুনা বৃষ্টি;

জেগে উঠো, খুলো অন্তর দৃষ্টি

তুলে ধরো সবে ইসলামি কৃষ্টি।

-

আজকের এই ত্যাগের অনুসারি যারা

জাতির পিতা ইব্রাহিমের সন্তান তারা;

নিজ স্বার্থ ত্যাগে যারা দিবে না সাড়া

চিরকাল তারা খোদার করুণা হারা।

০৩/১০/২০১৪

বিষয়: বিবিধ

৮৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271267
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৪:০৮
কাহাফ লিখেছেন :
লাভ হবে না পশু কিনে,
মনুষ্যত্বের প্রকাশ বিনে।
জামা-কাপড় রংগীন শাড়ি'
বাড়ায় শুধুই আহামরি।

সবাইকে ঈদের শুভেচ্ছা.....

271295
০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩৫
বুসিফেলাস লিখেছেন : সুন্দর আহবান ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File