আল্লাহর প্রশংসাবাচক শব্দ (সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ) দিয়ে মন্দিরে বেহায়া নৃত্য কি আল্লাহর সানের সাথে বেয়াদবি নয়....???
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ০৪ অক্টোবর, ২০১৪, ০১:৩০:৩৩ রাত
বিশিষ্ট গরু বাবুকে খরিদ করিতে মোটামুটি নাজেহাল আজ। কিছু আগে বাসায় ঢুকলাম। এশার নামাজ বাপুর পিছে আদায় করে ওখানেই শুয়ে পরেছি। হঠাৎ মন্দিরের মাইকে একটি গান শুনে চৈতন্য চেতিয়া গেল.... >_<
বাসার খুব কাছেই মন্দির। গত দুই তিন দিন থেকে ওদের মাইকের জ্বালায় অতিষ্ঠ। ওদের ভাবসাব দেখিয়া মনে হয় দেশটা ওদের দিয়েই ভড়া। ওরাই দেশের এলিট সম্প্রদায়। যাইহোক ওদের নষ্টিফষ্টিতে এক প্রকার নিমপাতাময় অভ্যস্ত আমরা।কি আর করার, কিছু কইলেই তো সংখ্যালঘু হাতিয়ার বের করে ম্যা ম্যা করে ভ্যাবায়। :-/
তো বাপুর কানেও গেছে ওদের গানের লাইন গুলো। বাপু কইলো, যা তো দেখে আয়তো বাদর গুলোমাতাল হয়ে কোথায় কি বাজাচ্ছ । বাসার সবাই থমকে গেছে দেখলাম। এক দৌড়ে গেলাম মন্দিরের ধারে, তখনও অই গানের সাথে মেথর পট্টির এক ছেলে নাচিতেছে।
গানের লাইনগুলো এমন ছিল..
" ভালবাসা..হাজার বাধা ফেলে জোড়া লেগে..এই দুটি প্রান..সুবহানআল্লাহ... ও আল্লাহ...মাশায়াল্লাহ....সুবহানআল্লাহ..সুবহানআল্লাহ... তুমি দয়াময়... এই দুটি প্রান.."
নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ...!!
রীতিমত ভিডিও করে রাখলাম ভবিষ্যতের জন্য। বাসা এসে সবাইকে ওদের কান্ড দেখালাম। সবাই দেখি তেলে বেগুন।
_________________________
সংখ্যালঘু নামক ট্যাগ লাগিয়ে মালুরা এভাবে প্রত্যেক বছর এভাবে আমারে জ্বালাতন করে। আমরা কিছুই বলি না, কারন ইসলাম আমাদের এসব বিষয় সজাগ করেছে, শিখিয়েছ উদার হতে। অন্য ধর্মাবলম্বীদের অধিকার, সামাজিক নিশ্চয়তা দিতে উদ্বুদ্ধ করেছে। সবি মেনে নেই, কিন্তু ওদেরো তো বোঝা উচিত বিষয় গুলো। কি দরকার মাগরিবের জামায়াতের সময় ইচ্ছে করেই প্রকট শব্দে উলুধ্বনি দেওয়ার, কি দরকার আমাদের ইজ্জতুল জালাল রব্বুল আলামিনের নামের সানে বেয়াদবি করার? কই আমরাতো তোমাদের কোন কিছুতে আঘাত বা বাধা দেই না। অথচ রাস্তায় উপর মব্দির দোকানপাট বসিয়ে তোমরা সাধারণ মানুষের মারাত্মক অসুবিধা সৃষ্টি কর, অসুস্থ রোগীদের জীবন বিপন্ন কর, নিজেদের বোনদের বেইস্যা বানিয়ে মন্ডপে মন্ডপে নাচাও, ধর্ষিত হতে সাহায্য কর............
আর কিছু কইতে চাইনা। যাহা ইচ্ছা করে করুক, কিন্তু আমার আল্লাহর নামের সানে যে বেয়াদবি হল তার সুস্পষ্ট তদন্ত করে বিছার দাবি করি। আর ওরা যেন এটা ভেবেনা যে আমাদের মুমিনরা আল্লাহর সানে বেয়াদবির কথা মুখ বুঝে দেখে যাবে......
বিষয়: বিবিধ
১৫৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন