মুখোশ পরা ধার্মিক
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০৫:২৫ রাত

হজ্জ্ব পালনে সৌদি আরব
ইনু-মেনন যাচ্ছে দুজন
কপালের উপর চক্ষু তুলে
দেখছে চেয়ে জনগণ ।
-
ধর্মের নামে বিদ্বেষ ছড়ায়ে
জীবন কাটায় যখন
হজ্জ্বের পোশাকে ধার্মিক সেজে
ধোকা দিবে নিশ্চয় এখন।
-
র্ধ্ম যাদের গাত্রদাহে
ছড়াল জীবন যৌবন
কেন তারা যাচ্ছে হজ্জ্বে
আছে কি তাতে মৌবন?
-
ধর্ম পালন করবে মানুষ
এটা খুবই স্বাভাবিক
মুখোশ পরা ধার্মিকদের
জানাই ধিক শতধিক।
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
বদ বদলায় না,
ইনু মেনু হজে যায় কে জানে
হেদায়েত হতেও পারে বলা যায়না,,
দোয়া করি তাদের আল্লাহ হেদায়াত দেন,
নসীবে না থাকিলে যেনো উচিত শিক্ষা দেন,,
ঃধন্যবাদ ভাই সুন্দর কবিতার জন্য।
তিনি ইচ্ছা করলে ইবলিশদের ক্ষমা করতে পারেন!
ইচ্ছা করলে ইবলিশদের ক্ষমা করতে পারেন ,
মন্তব্য করতে লগইন করুন